রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা শীর্ষ এই জেনারেল ইউক্রেইনের গোয়েন্দা অভিযানে নিহত হন।
Published : 17 Dec 2024, 06:03 PM
রাশিয়ার রাজধানী মস্কোয় পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক শীর্ষ জেনারেল একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। ইউক্রেইন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
নিহত এই রুশ লেফটেন্যান্ট জেনারেলের নাম ইগর কিরিলোভ। ইউক্রেইন তার বিরুদ্ধে ইউক্রেইনীয় সেনাদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছিল।
মঙ্গলবার সকালে ইউক্রেইনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর গোয়েন্দা অভিযানে এই হত্যার ঘটনা ঘটে।
৫৪ বছর বয়সী ইগর কিরিলোভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা সেনাদের কমান্ডার ছিলেন। একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে তিনি নিহত হন। বিস্ফোরণে তার এক সহকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ তদন্তকারী কমিটি।
ইউক্রেইনের এসবিইউ- এর এক কর্মকর্তা বলেন, ইগর কিরিলোভ ও তার সহকারী মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্ট এর বাড়ির প্রবেশপথে ঢুকতেই বিস্ফোরক পেতে রাখা স্কুটার বিস্ফোরণ ঘটে দুইজন নিহত হয়।
কিরিলোভই রাশিয়ার মাটিতে ইউক্রেইনের অভিযানে নিহত সবচেয়ে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তিনি নিহত হওয়ার ঘটনায় রাশিয়া কর্তৃপক্ষ এখন অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারে তৎপর হবে এবং এ হামলার প্রতিশোধও নেবে বলে মনে করা হচ্ছে।
সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কিরিলোভকে হত্যার পাল্টা জবাব এখন ইউক্রেইনের সামরিক ও রাজনৈতিক নেতারা খুব শিগগিরই পাবে।