উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা: রেলে সমন্বয়ের অভাব বললেন মমতা, দুর্ঘটনাস্থলে মোদী

এ দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন মোদী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 03:23 PM
Updated : 3 June 2023, 03:23 PM

দুই দশকের বেশি সময়ের মধ্যে ভারতে ঘটা সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার কারণ হিসেবে রেলে সমন্বয়হীনতাকে দায়ী করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এক হাত নিয়েছেন সাবেক রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যা রাজ্যের বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনায় পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং ব্যাঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও।

ভারতের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী এ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে বলে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার। আহত হয়েছেন আটশতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার জানায়, শনিবার হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে বাহানগার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা। পৌঁছান দুপুর সাড়ে ১২টা নাগাদ। তার আগেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মমতা।

পরে অশ্বিনীর পাশে দাঁড়িয়েই রেলে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন তোলেন তার পূর্বসূরি মমতা।

বলেন, ‘‘আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন অ্যান্টি কলিশন ডিভাইস (ট্রেনে-ট্রেন সংঘর্ষ রোধক যন্ত্র) চালু করেছিলাম। কিন্তু এই ট্রেনে (করমণ্ডল) সংঘর্ষ এড়ানোর যন্ত্র ছিল না। থাকলে দুর্ঘটনা ঘটত না।’’

রেলও জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে ‘কবচ’ পদ্ধতি ছিল না। একই সঙ্গে রেল জানিয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়নি। পাশাপাশি ধাক্কা খেয়েছে দু’টি ট্রেন।

মমতা বলেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই মন্ত্রণালয়কে অনেক গুরুত্ব দেওয়া হতো। রেল বাজেট আলাদা হতো। এখন আর সেটা হয় না।

অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংর দ্বিতীয় মেয়াদের সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন মমতা।

Also Read: উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা: আড়াইশর বেশি মৃত্যু, উদ্ধার অভিযান শেষ

Also Read: ভারতে চার দশকে যত ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সঠিক তদন্ত করা হোক।’’

স্থানীয় সময় বিকাল ৪টার পর পশ্চিমবঙ্গে ফেরেন মুখ্যমন্ত্রী মমতা।

এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন।

আনন্দবাজার জানায়, শনিবার বিকেল পৌনে ৪টা নাগাদ বালেশ্বরের পৌঁছান মোদী। তিনিও হেলিকপ্টারে করে দিল্লি থেকে সেখানে যান।

রেলমন্ত্রী অশ্বিনীকে সঙ্গে নিয়ে তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। উদ্ধার তৎপরতা নিয়েও খোঁজ খবর নেন।

যাদের কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেন মোদী।

তিনি বলেন, "এটি একটি বেদনাদায়ক ঘটনা। আহতদের চিকিৎসায় সরকার কোনো খামতি রাখবে না। এটি একটি গুরুতর ঘটনা, প্রতিটি বিষয় আমলে নিয়ে তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।"