দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Published : 24 Aug 2024, 09:01 PM
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে এতে থাকা চার আরোহী দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
শনিবার মুম্বাই শহরের জুহু এলাকা থেকে এডব্লিউ ১৩৯ হেলিকপ্টারটি হায়দ্রাবাদের উদ্দেশে উড়ে যাওয়ার পথে পুনের পাউড এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় গ্লোবাল ভেকট্রা কোম্পানির মালিকানাধীন হেলিকপ্টারটির পাইলট আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হেলিকপ্টারটির পরিচালনা কোম্পানি গ্লোবাল ভেকট্রা হেলিকর্পের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, “হেলিকপ্টারটির ক্যাপ্টেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অপর তিনজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিশ্চিত হওয়া যায়নি।”
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় জেলা পুনে ও সাতারায় ভারি বৃষ্টির সতর্কতা জানিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করে বলেছে, আরব সাগরের মহারাষ্ট্র উপকূলের উপরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যটির অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে।