চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা সংলগ্ন ঘাটফরহাদবেগে অবস্থান দর্জিবাড়িখ্যাত খলিফাপট্টির। যেখানে তৈরি করা বিভিন্ন পোশাক চট্টগ্রামের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলাতেও যায়। আবার নিজেদের দোকানেও হয় বিকিকিনি। এ খলিফাপট্টিতে কারখানার পাশাপাশি গড়ে উঠেছে তৈরি পোশাকের অনেক দোকান।
Published : 01 Apr 2024, 10:15 PM