‘১৪ আল্ট্রা’ ফোনটিতে রয়েছে শাওমি ও লাইকার যৌথভাবে তৈরি ‘লাইকা সুমিলাক্স’ অপটিকাল লেন্স, ৭৫ মিলিমিটার ফ্লোটিং টেলিফটো লেন্স ও এফ/১.৬ মাপের বড় অ্যাপারচার।
Published : 26 Feb 2024, 12:51 PM
আন্তর্জাতিক বাজারের জন্য এআই ফিচার ও বিশেষ ক্যামেরা যুক্ত নতুন ১৪ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে চীনের মোবাইল নির্মাতা কোম্পানি শাওমি।
গেল রোববার অন্যান্য গ্যাজেটের সঙ্গে শাওমি নতুন এ ফোন উন্মোচন করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
নতুন ‘শাওমি ১৪ আল্ট্রা’ ফোনের মাধ্যমে জার্মানির ক্যামেরা নির্মাতা লাইকা’র সঙ্গে কোম্পানিটির অংশীদারিত্ব আরও বাড়ল। ফোনটিতে রয়েছে একটি কোয়াড ক্যামেরা, বা চারটি ক্যামেরার কনফিগারেশন। অন্যদিকে একই ফোনের কম্প্যাক্ট সংস্করণ ‘শাওমি ১৪’ ফোনটিতে ট্রিপল ক্যামেরা বা তিনটি ক্যামেরার কনফিগারেশন রয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে শাওমি।
এ ছাড়া, নির্মাতার ওয়েবসাইট বলছে, ‘১৪ আল্ট্রা’ ফোনটিতে শাওমি ও লাইকার যৌথভাবে তৈরি ‘লাইকা সুমিলাক্স’ অপটিকাল লেন্স রয়েছে। পাশাপাশি, রয়েছে লাইকার ৭৫ মিলিমিটার ফ্লোটিং টেলিফটো লেন্স ও এফ ১.৬ মাপের বড় অ্যাপারচার।
ফোনগুলোতে লার্জ এআই মডেলের বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। উদাহরণ হিসাবে, একটি টুল রয়েছে যা সরাসরি সম্মেলন থেকেই রিয়েল-টাইম ট্রান্সক্রিপশন করতে পারে, বা সরাসরি কথাকে নোট আকারে লিখতে পারে। আরেকটি টুল রয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি ছবির বর্ণনা দিলে গ্যালারি থেকে ছবিটি খুঁজে বের করতে পারবে এআই।
সোমবার স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে বার্ষিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লিউসি)। এর ঠিক আগেই প্রযুক্তি ও টেলিকম কোম্পানিগুলো নতুন পণ্য ও ফিচার ঘোষণার প্রতিযেগিতায় নেমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, চারপাশে এআই নিয়ে চলা গুঞ্জন সম্ভবত এ খাতে ব্যবসার সম্ভাবনা বাড়িয়ে দেবে। তবে, অনেক বিশেষজ্ঞ বলেছেন, জেনারেটিভ এআই আইনি বা নৈতিক উদ্বেগ বাড়াতে পারে।
আইডিসির তথ্য অনুসারে, শাওমি গত বছর স্মার্টফোন বাজারের শেয়ারে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে ছিল, যা বিশ্বব্যাপী ওই সময়ে বিক্রির ১২ দশমিক ৫ শতাংশ। তালিকায় ২০ দশমিক ১ শতাংশ নিয়ে শীর্ষে অ্যাপল ও ১৯ দশমিক ৪ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং।
এ ছাড়াও, রোববার শাওমি ‘স্মার্ট ব্যান্ড ৮ প্রো’, ‘শাওমি ওয়াচ এস৩’ ও ‘শাওমি ওয়াচ ২’-এর মতো নতুন গ্যাজেটও উন্মোচন করেছে কোম্পানিটি। আর এসব গ্যাজেট খেলাধুলা, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক কাজের জন্য উপযুক্ত বলে দাবি করেছে কোম্পানিটি।