এক্স’কে একটি ‘ভিডিও-ফার্স্ট প্ল্যাটফর্ম’ বানাতে ফক্স-এর সাবেক ধারাভাষ্যকার টাকার কার্লসন ও সিএনএন-এর সাবেক সংবাদ উপস্থাপক ডন লেমনের সঙ্গেও চুক্তি করছে কোম্পানিটি।
Published : 10 Mar 2024, 11:45 AM
শিগগিরই বিভিন্ন স্মার্ট টেলিভিশনে মিলবে এক্স-এর দীর্ঘ ভিডিও দেখার সুবিধা --এমনই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিক ইলন মাস্কের।
এর আগে মার্কিন সাময়িকী ফরচুনের প্রতিবেদনে উঠে এসেছিল, সামনের সপ্তাহে অ্যামাজন ও স্যামসাং ব্যবহারকারীদের জন্য একটি টিভি অ্যাপ উন্মোচনের পরিকল্পনা করছে এক্স।
গত বছরের অক্টোবরে কয়েকজন ব্যবহারকারীর জন্য ভিডিও ও অডিও কলিংয়ের প্রাথমিক সংস্করণ চালু করেছিল এক্স। এর আগে মাস্ক বলেছিলেন, তিনি এক্স-কে একটি সুপার অ্যাপে রূপান্তর করতে চান, যেখানে মেসেজিং থেকে শুরু করে অর্থ পরিশোধের সেবাও মিলবে।
“শিগগিরই আসছে,” প্ল্যাটফর্মের দীর্ঘ ভিডিওগুলো স্মার্ট টিভিতে দেখা যাবে কি না, এক্স-এর এক ব্যবহারকারীর এমন পোস্টের জবাবে বলেছেন মাস্ক।
এর আগে ফরচুন নিজস্ব প্রতিবেদনে বলেছে, অ্যাপটি দেখতে ইউটিউবের টিভি অ্যাপের মতো হতে পারে। পাশাপাশি একটি অপ্রকাশিত সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করার প্রস্তুতি নিচ্ছেন মাস্ক।
নতুন অ্যাপটির বিস্তারিত তথ্য পেতে রয়টার্স এক্স-এর মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।
এক্স’কে একটি ‘ভিডিও-ফার্স্ট প্ল্যাটফর্ম’ বানাতে ফক্স-এর সাবেক ধারাভাষ্যকার টাকার কার্লসন ও সিএনএন-এর সাবেক সংবাদ উপস্থাপক ডন লেমনের সঙ্গেও চুক্তি করছে কোম্পানিটি।
২০২২ সালে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটি কেনার পর থেকেই বেশ কিছু বিতর্কিত ঘটনা দেখা গেছে, যার একটি হল বিজ্ঞাপনদাতাদের প্ল্যাটফর্মটি ছেড়ে চলে যাওয়া।
গত মাসে এক্স বলেছে, তারা হাতে গোনা কয়েকজন নির্মাতার কনটেন্টের পাশে বিজ্ঞাপনদাতাদের ভিডিও বিজ্ঞাপন দেখানোর সুবিধা চালু করবে।