অস্ট্রেলিয়ার জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের সমন্বয়ক ডারেন গোলডি শনিবার বলেন, এ বিভ্রাট আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তাতে পণ্য পরিবহন এবং রপ্তানিতে প্রভাব পড়বে।
Published : 12 Nov 2023, 02:23 PM
অস্ট্রেলিয়ার বিভিন্ন বন্দর পরিচালনার দায়িত্বে থাকা বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড সাইবার হামলার শিকার হয়েছে।
এর ফলে শুক্রবার অস্ট্রেলিয়ার বিভিন্ন বন্দরে ডিপি ওয়ার্ল্ডের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ বিভাগ।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের মুখপাত্র বলেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিষয়টি তদন্তাধীন থাকায় আমরা আপাতত আর কোনো মন্তব্য করছি না।”
ঠিক কী ঘটেছিল, তা প্রকাশ করা না হলেও রয়টার্স জানিয়েছে, সাইবার নিরাপত্তায় হুমকির বিষয়টি ধরা পড়ার পর দুবাইয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের অধীনস্ত ডিপি ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন এবং পশ্চিম অস্ট্রেলিয়ার ফ্রেমান্টেলে তাদের কনটেইনার টার্মিনালের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
ডিপি ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে স্বাভাবিক কার্যক্রমে ফেরার আগে তারা তাদের সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিরাপত্তা পরীক্ষা করে দেখছে। সেই সঙ্গে তথ্য ফাঁস বা চুরি হয়েছে কি না, সেটাও তারা দেখছে।
এসব বন্দরে ডিপি ওয়ার্ল্ডের কার্যক্রম কবে নাগাদ স্বাভাবিক হবে, সেই প্রশ্নের কোনো উত্তর কোম্পানির তরফ থেকে দেওয়া হয়নি। তারা বলেছে, সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে নিতে তারা ‘কাজ করে যাচ্ছে’।
অস্ট্রেলিয়ার জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের সমন্বয়ক ডারেন গোলডি শনিবার বলেন, এ বিভ্রাট আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তাতে পণ্য পরিবহন এবং রপ্তানিতে প্রভাব পড়বে।
এর সমাধানে অস্ট্রেলিয়া সরকারও কাজ করছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লারে ও’নেইল।
ডিপি ওয়ার্ল্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৮টি ভিন্ন স্থানে তাদের বন্দর ও টার্মিনাল রয়েছে, যেখানে সাত হাজারের বেশি মানুষ কর্মরত।