তুরস্ক ও সিরিয়ায় তহবিল পাঠাবে গেইম বিক্রেতা ‘হাম্বল বান্ডল’

লাভের অর্থ পৌঁছে যাবে দেশগুলোয় ত্রাণ সহায়তা দেওয়া তিনটি অলাভজনক সংস্থার কাছে– ‘ডাইরেক্ট রিলিফ’, ‘ইন্টারন্যাশনাল মেডিকেল কোর’ ও ‘সেইভ দ্য চিলড্রেন’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 12:32 PM
Updated : 2 March 2023, 12:32 PM

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে আক্রান্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নতুন এক ‘গেইমিং বান্ডল’ তৈরি করেছে ভিডিও গেইম বিক্রেতা হাম্বল বান্ডল। এর থেকে অর্জিত লাভের অর্থ খরচ হবে আক্রান্তদের সহায়তায়।

বান্ডল বিক্রি থেকে পাওয়া লাভের অর্থ পৌঁছে যাবে দেশগুলোয় ত্রাণ সহায়তা দেওয়া তিনটি অলাভজনক সংস্থার কাছে– ‘ডাইরেক্ট রিলিফ’, ‘ইন্টারন্যাশনাল মেডিকেল কোর’ ও ‘সেইভ দ্য চিলড্রেন’।

“এখন লাখ লাখ মানুষের তাৎক্ষণিক চিকিৎসা সরঞ্জাম, খাবার, পানি ও আশ্রয় প্রয়োজন। এর থেকে পুনরুদ্ধারের উপায় খুঁজে বের করা ওই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে থাকবে।” --লিখেছে হাম্বল বান্ডল।

“তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে আমরা বিভিন্ন এমন গেইম নির্মাতা ও বই প্রকাশকের সঙ্গে এক বিশেষ বান্ডল তৈরির উদ্দেশ্যে একজোট হয়েছি, যা তুরস্ক ও সিরিয়ার ত্রাণ সহায়তায় শতভাগ সমর্থন দেবে।”

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এই সহায়তামূলক বান্ডল প্যাকেজে ৭০টির বেশি বই ও এক হাজার ডলারের বেশি মূল্যের গেইম আছে। এর মধ্যে রয়েছে ‘গথাম নাইটস’, ‘গোস্টরানার’, ‘পাথফাইন্ডার: কিংমেকার - এনহ্যান্সড প্লাস এডিশন’, ‘পেডে ২’ ও ‘এক্সকম ২’র পাশাপাশি ‘নন-স্টপ রেইডারস’ ও ‘মিয়াও এক্সপ্রেস’-এর মতো সরাসরি তুরস্কের গেইম নির্মাতাদের মাধ্যমে তৈরি গেইমগুলোও।

এই বান্ডল প্যাকেজ পেতে সর্বনিম্ন ৩০ ডলার অনুদান দিতে হবে। চাইলে দেওয়া যাবে বাড়তি অনুদানও।

এই বান্ডল মিলবে বুধবার, ৮ মার্চ পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা) পর্যন্ত।

হাম্বল বান্ডলের ওয়েবসাইট অনুসারে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বান্ডলটি প্রায় সাত লাখ ৩৭ হাজার ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।