৩৭ বছর আগে মহাকাশযানের জানালা দিয়ে নিজের চোখে রেইনফরেস্টের বিভিন্ন বর্ণ দেখেছিলন নেলসন, যেটি ওই বনের ধ্বংস প্রক্রিয়ার কথাই জানান দিয়েছিল।
Published : 27 Jul 2023, 05:40 PM
অ্যামজন রেইনফরেস্টকে ধংসের হাত থেকে বাঁচাতে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিইকে স্যাটেলাইট ব্যবহারের মেয়াদ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে নাসা।
আইএনপিই সফরকালে বুধবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার শীর্ষ কর্মকর্তা বিল নেলসন এ প্রস্তাব দেন।
রেইনফরেস্টের গভীর আচ্ছাদনের তলায় কী হচ্ছে, আগামী জানুয়ারিতে নাসার নতুন একটি স্যাটেলাইট তার ছবিও তুলতে পারবে। এনআইএসএআর নামের এই স্যাটেলাইটটি ভারতের সঙ্গে মিলে উৎক্ষেপ করা হবে।
“ঘন জঙ্গলের ভেতরে কেউ ঝোঁপঝাড়ে আগুন লাগালে সেই অগ্নিকাণ্ড বড় গাছকেও গ্রাস করে বড় আকারে ছড়িয়ে যেতে পারে। জঙ্গলের আচ্ছাদনের ভেতরে কারো ছোট ঝোঁপঝাড়ে লাগানো অগ্নিসংযোগ ও সনাক্ত করতে পারবে স্যাটেলাইটটি” —সাও হোসে ডস কাম্পোস-এ অনুষ্ঠিত আইএনপিই'র এক সংবাদ সম্মেলনে বলেন তিনি।
ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রী লুসিয়ানা সান্তোস নেলসনকে আইএনপিই'র সদরদপ্তর ঘুরে দেখান এবং ব্রাজিলের মহাকাশ কার্যক্রম ব্যাখ্যা করেন। কৃষি এবং পরিবেশগত পর্যবেক্ষণে চীনের সঙ্গে অংশীদার হিসাবে ১৯৯৯ থেকে বেশ কিছু সাটেলাইট উৎক্ষেপণ করেছে আইএনপিই।
অ্যামাজনকে পর্যবেক্ষণে স্যাটেলাইটের উপর নির্ভরশীল ব্রাজিল। কিন্তু মেঘের কারণে স্পষ্ট এবং সময়মতো ছবি পাওয়া যায় না।
সাবেক মার্কিন সিনেটর নেলসন, গত সোমবার ব্রাসিলিয়ায় দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুকা ডা সিলভা'র সঙ্গে সাক্ষাত করেন।
“অ্যামাজন রেইনফরেস্টকে বাঁচাতে নিরলস প্রচেষ্টার জন্য আমি প্রসিডেন্টকে ধন্যবাদ জানাই” —সাক্ষাত শেষে সাংবাদিকদের বলেন তিনি।
৩৭ বছর আগে মহাকাশ যাত্রায় মহাকাশযানের জানালা দিয়ে নিজের চোখে রেইনফরেস্টের বিভিন্ন বর্ণ দেখেন নেলসন, যেটি ওই বনের ধ্বংস প্রক্রিয়ার ফলে ঘটেছিল, রয়টার্সের প্রতিবেদনে সেই স্মৃতি রোমন্থনের কথা উঠে এসেছে।
আগামীবছরের শুরুর দিকে নাসার যে স্যাটেলাইটটিকে কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে, সেটি রেইনফরেস্টের “ভেতরে কি হচ্ছে তা বুঝার চূড়ান্ত সুযোগ দেবে।" —ব্রাসিলিয়ায় এক সাক্ষাতকারে বলেন তিনি।
গত মঙ্গলবার তিনি সাও হোসে ডস ক্যাম্পোসে ব্রাজিলিয় বিমান নির্মাতা এমব্রায়ারের ন্যারো বডি বাণিজ্যিক বৈদ্যুতিক জেট বিমান উৎপাদন পরিদর্শন করেন।
ব্রাজিলের পর এই সপ্তাহে নেলসনের আর্জেন্টিনা এবং কলম্বিয়া ভ্রমণের কথা রয়েছে।