প্রথমবারের মতো নিজস্ব অ্যাপ স্টোরের ‘ট্রান্সপারেন্সি রিপোর্ট’ প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আর এতে রয়েছে অ্যাপ স্টোরের অভ্যন্তরীণ বেশ কিছু চমকপ্রদ তথ্য।
অ্যাপলের ওই প্রতিবেদন বলছে, ২০২২ সালে অ্যাপ স্টোরে সর্বমোট ১৭ লাখ ৮৩ হাজার দুইশ ৩২টি অ্যাপ ছিল। প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাকের মাধ্যমে সর্বপ্রথম চিহ্নিত করা এই প্রতিবেদনে অ্যাপল আরও বলেছে, গত বছর সর্বমোট ৬১ লাখ এক হাজার নয়শ ১৩টি অ্যাপের আবেদন পর্যালোচনা করেছে কোম্পানিটি। এর মধ্যে ১৬ লাখ ৭৯ হাজার ছয়শ ৯৪টি আবেদন খারিজ হয়।
চমকপ্রদভাবে অ্যাপ স্টোরে জায়গা পেতে ব্যর্থ হওয়া অ্যাপগুলোর সিংহভাগ অর্থাৎ ১০ লাখের বেশি অ্যাপের বেলায় কারণ ছিল অ্যাপলের কার্যকারিতা সংশ্লিষ্ট নির্দেশিকা মেনে চলতে ব্যর্থ হওয়া। আর আইনি কারণ দেখিয়ে কোম্পানির চার লাখ ৪১ হাজার নয়শ ৭২টি আবেদন খারিজের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
২০২২ সালে নিজস্ব অ্যাপ স্টোর থেকেও এক লাখ ৮৬ হাজার একশ ৯৫টি অ্যাপ সরিয়েছে অ্যাপল। পাশাপাশি, এক হাজার চারশ ৭৪টি অ্যাপ সরানোর অনুরোধ পেয়েছে কোম্পানিটি, যার বেশিরভাগই এসেছে চীন থেকে। আর কেবল ১৪টি অ্যাপ সরানোর অনুরোধ জানিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।
অ্যাপল বলছে, চীন থেকে অ্যাপ সরানোর অনুরোধের বিপরীতে পাঁচ হাজার চারশ ৮৪টি অ্যাপ ফিরিয়ে আনার আপিলও পেয়েছে কোম্পানিটি। তবে, এর মধ্যে অ্যাপ স্টোরের চীনা সংস্করণে সফলভাবে ফিরেছে কেবল একশ ৬৯টি অ্যাপ।
গত বছর প্রতি সপ্তাহে গড়ে ৭৪ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার আটশ ৭৭টি অ্যাপ ডাউনলোড করেন আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীরা। এর চেয়েও চমকপ্রদ তথ্য হলো, প্রতি সপ্তাহে অ্যাপ পুনরায় ডাউনলোড করার গড় গিয়ে ঠেকেছে একশ ৫৩ কোটি ৯২ লাখ ৭৪ হাজার দুইশ ৬৬টি অ্যাপে।
২০২১ সালে অ্যাপ স্টোর ডেভেলপারদের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে এই ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ শুরু করতে রাজী হয় অ্যাপল। সে সময় কোম্পানি বলেছে, এইসব প্রতিবেদনে অ্যাপ পর্যালোচনা পদ্ধতি সংশ্লিষ্ট বিভিন্ন ‘অর্থপূর্ণ’ পরিসংখ্যান পাওয়া যাবে।
এর মধ্যে রয়েছে বিভিন্ন কারণে প্রত্যাখ্যাত অ্যাপ সংখ্যা, নিষ্ক্রিয় গ্রাহক ও ডেভেলপার অ্যাকাউন্ট সংখ্যা, সার্চ ও ফলাফল সংশ্লিষ্ট ‘উদ্দেশ্যমূলক’ ডেটা ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা অ্যাপ সংখ্যার মতো বিষয়াদি।