চীনের বাজারে কোনো এআই পণ্য ছাড়তে হলে কোম্পানিগুলোকে দেশটির সরকারের কাছে নিরাপত্তা যাচাই পরীক্ষায় অংশ নিতে হয়, চীনে এটি বাধ্যতামূলক।
Published : 06 Nov 2023, 03:51 PM
চীনের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যান্ট গ্রুপ তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল “বেইলিং” ব্যবহার করে তৈরি এআই পণ্য বাজারে ছাড়ার অনুমোদন পেয়েছে দেশটির সরকারের কাছ থেকে।
কোম্পানির এক মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
চীনের বাজারে কোনো এআই পণ্য ছাড়তে হলে কোম্পানিগুলোকে দেশটির সরকারের কাছে নিরাপত্তা যাচাই পরীক্ষায় অংশ নিতে হয়। এখন পর্যন্ত অন্য কোনো দেশে এ রেওয়াজ না থাকলেও চীনে এটি বাধ্যতামূলক।
এর আগে অগাস্টের শেষভাগে অ্যান্টের প্রতিদ্বন্দী ১১টি অন্যান্য প্রযুক্তি কোম্পানি এআই পণ্যের অনুমোদন পেলেও অস্পষ্ট ছিলো অ্যান্ট গ্রুপের অনুমোদন। ৩১ অগাস্ট বাইদুসহ চারটি কোম্পানি এবং সেপ্টেম্বরের শুরুর দিকে বাদবাকি আরও কিছু কোম্পানি এআই পণ্য নিয়ে চীনের বাজারে প্রবেশ করে।
যুগান্তকারী প্রযুক্তিটি নিয়ে প্রথম বাজারে আসতে পারা দেশটির ইন্টারনেট সেক্টরের যে কোনো কোম্পানির জন্যই খুবই বড় ঘটনা। সেসময় বাইদুর আর্নি বট চীনে অ্যাপলের অ্যাপ স্টোরে বিনামূল্য অ্যাপ হিসাবে শীর্ষ স্থান দখল করে নিয়েছিল।
“আমার মনে হয়, যারাই বাজারে প্রথম আসার অনুমতি পাবে, তারাই নিজেদের পণ্যগুলোর ত্রুটি সংশোধন করে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার সুযোগ পাবে।” সে সময় মন্তব্য করেছেন মর্নিংস্টারের বিশ্লেষক কাই ওয়াং।
তবে ই-কমার্স জায়ান্ট আলিবাবার এই সহায়ক কোম্পানিটি সেপ্টেম্বরে ঘোষণা দেয় তারা পেশাজীবি গ্রাহকদের জন্য একটি আর্থিক লেনদেন সংশ্লিষ্ট এআই অ্যাপ পরীক্ষা করে দেখছে।