এআই প্রযুক্তিগুলোর নিরাপত্তা মাপকাঠিতে ‘নিরাপদ থেকে অতি ভয়ংকর’ এমন বিভিন্ন শ্রেণীতে ভাগ করার প্রস্তাবনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত আইনের খসড়ায়।
Published : 05 May 2023, 03:09 PM
চ্যাটজিপিটি’র মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলেও এরইমধ্যে এআই খাত নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা। এই তালিকায় নাম আছে ইতালি, অস্ট্রেলিয়া, ব্রিটেন, চীন, জাপান, ফ্রান্স এমনকি ইউরোপীয় ইউনিয়নেরও।
ইতালি
গত ১২ এপ্রিল প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে নিজ দেশে চ্যাটজিপিটির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত ‘প্রয়োজনীয় সংশোধনের’ সময় বেঁধে দেয় ইতালির ডেটা নিয়ন্ত্রক সংস্থা ‘গারান্তে’।
২৮ এপ্রিল ওপেনএআই ইতালি’সহ ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীর তথ্য মোছার সুবিধা যোগ করার পর ইতালিতে পুনরায় চ্যাটজিপিটি উন্মুক্ত করে দেয় সংস্থাটি।
এর পাশাপাশি গারান্তে অভিযোগ জানায়, চ্যাটজিপিটি ১৩ বা তার বেশি বয়সী ব্যবহারকারী শনাক্তে ব্যর্থ হয়েছে। এর বিপরীতে ওপেনএআই বলেছে, ইতালির ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের উদ্দেশ্যে তারা এতে নতুন টুল যোগ করবে।
ইউরোপীয় ইউনিয়ন
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম আইন চূড়ান্তের দ্বারপ্রান্তে ইউরোপীয় ইউনিয়ন। ‘এআই অ্যাক্ট’ নামে এই খসড়া আইনে নতুন যুক্ত হয়েছে কপিরাইট ধারা। কনটেন্ট তৈরির সময় কপিরাইটযুক্ত উপাদান ব্যবহারে জেনারেটিভ এআই টুল নিয়ে কাজ করা বিভিন্ন কোম্পানির ইউরোপীয় ইউনিয়নের কাছে সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশের মতো বাধ্যবাধকতাও রয়েছে এতে।
এই খসড়া আইনকে পরবর্তী ধাপে নিতে একমত হয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। ইইউ’র আইনপ্রণেতা ও সদস্য দেশগুলোর অংশগ্রহণে এক ত্রিপাক্ষীয় আলোচনায় এই বিলের চূড়ান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এআই প্রযুক্তিগুলোর নিরাপত্তা মাপকাঠিতে ‘নিরাপদ থেকে অতি ভয়ংকর’ এমন বিভিন্ন শ্রেণীতে ভাগ করার প্রস্তাবনাও রয়েছে আইনটির খসড়ায়। এ ছাড়া, এআই ব্যবহারে বায়োমেট্রিক নজরদারি, গুজব রটানো ও বৈষম্যমূলক ভাষার মতো বিষয়গুলো নিয়েও সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়েছে ইইউ।
১৭ এপ্রিল এআই প্রযুক্তির নতুন নীতিমালা তৈরির উদ্দেশ্যে বিশ্বনেতাদের দ্রুতই একটি সম্মেলন আয়োজনের অনুরোধ জানান ইউরোপীয় ইউনিয়নের ১২ জন আইন প্রণেতা। এর আগে ১৩ এপ্রিল চ্যাটজিপিটির জন্য একটি ‘টাস্কফোর্স’ গঠন করে ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড।
অস্ট্রেলিয়া
১২ এপ্রিল অস্ট্রেলিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর এক মুখপাত্র বলেন, এআই প্রযুক্তির ঝুঁকি মোকাবেলায় কেন্দ্রীয় বিজ্ঞান উপদেষ্টা কমিটির পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছে দেশটির সরকার।
ব্রিটেন
মার্চে ব্রিটেন বলেছে, এআই কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে নতুন স্বত্তা তৈরির বদলে তারা সরকারী মানবাধিকার, স্বাস্থ্য, নিরাপত্তা ও বানিজ্য নিয়ন্ত্রকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার পরিকল্পনা করছে।
চীন
১১ এপ্রিল চীনের সাইবার নিয়ন্ত্রক বিভিন্ন জেনারেটিভ এআই পরিষেবার জন্য খসড়া নীতিমালা প্রকাশ করে বলেছে, কোম্পানিগুলো জনসাধারণের কাছে বিভিন্ন সেবা চালু করার আগে কর্তৃপক্ষের কাছে এর সুরক্ষা মূল্যায়নপত্র জমা দিতে হবে।
ফ্রেব্রুয়ারিতে চীনের অর্থনৈতিক ও তথ্য প্রযুক্তি ব্যুরো জানায়, চ্যাটজিপিটিকে টেক্কা দিতে সক্ষম দেশীয় কোম্পানিগুলোকে সর্বাত্বক সহায়তা দেবে বেইজিং।
জাপান
এই বছরের ‘জি ৭’ সম্মেলনে নেতৃত্ব দেওয়া জাপান এরইমধ্যে এআই ডেভেলপারদের জন্য সুবিধাজনক প্রক্রিয়া গ্রহণের পাশাপাশি জনসাধারণ ও বিভিন্ন শিল্পে এই খাতের সমর্থন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ‘ঝুঁকি-ভিত্তিক’ নীতিমালা গ্রহণ করা উচিৎ, গেল রোববার এই বিষয়ে একমত হয়েছেন দেশটির ডিজিটাল মন্ত্রীরা।
মে মাসের শেষ নাগাদ জাপানের হিরোশিমায় জি৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিশ্বনেতাদের সঙ্গে এআই নীতিমালা নিয়ে আলোচনা করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
ফ্রান্স
১১ এপ্রিল ফ্রান্সের প্রাইভেসি নিয়ন্ত্রক সংস্থা ‘সিএনআইএল’ বলেছে, প্রাইভেসি নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ইতালিতে চ্যাটজিপিটি সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার পর তারা চ্যাটবটটির বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত করছে।
২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য গত মার্চে এআইভিত্তিক ভিডিও নজরদারি ব্যবস্থা ব্যবহারে অনুমোদন দিয়েছে ফ্রান্সের পার্লামেন্ট। এর আগে বিভিন্ন নাগরিক অধিকার দল এই বিষয়ে সতর্ক করে বলেছে, এই ধরনের প্রযুক্তি নাগরিক স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।