অঙ্গরাজ্য প্রধানদের আমন্ত্রণ পাঠাবেন না: ব্লুস্কাই

“আমন্ত্রণ পাঠানোর উৎসাহের প্রশংসা করি আমরা। তবে, আমাদের বিদ্যমান নীতিমালায় এখনও বিভিন্ন অঙ্গরাজ্য প্রধানদের আমন্ত্রণ পাঠানোর অনুমতি দেওয়া হয়নি।”

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 12:57 PM
Updated : 7 May 2023, 12:57 PM

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য প্রধানকে আমন্ত্রণ পাঠানো বন্ধ করতে অনুরোধ জানিয়েছে নতুন সামাজিক প্ল্যাটফর্ম ব্লুস্কাই। টুইটার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি সমর্থিত এ প্ল্যাটফর্মটি এখনও ‘কেবল আমন্ত্রণের ভিত্তিতে ব্যবহারযোগ্য’।

অনুরোধের পেছনে নিজস্ব নীতিমালাকে কারণ হিসাবে উল্লেখ করেছে প্ল্যাটফর্মটি।

সামাজিক প্ল্যাটফর্মটি এখনও বেটা সংস্করণে ব্যবহৃত হওয়ায় এমন নির্দেশের যুক্তি বোধগম্য। এর পেছনে কাজ করা দলটিও আকারে ছোট। ফলে, বিভিন্ন নতুন ফিচার চালুর প্রচেষ্টা চালানোর পাশাপাশি মডারেশন ব্যবস্থা নিয়েও তাদের অনেক ‘কাঠখড় পোড়াতে হয়’ বলে কারণ হিসাবে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। 

আর প্ল্যাটফর্মে কোন কোন গভর্নরকে আমন্ত্রণ পাঠানো হয়েছে সেটি পরিষ্কার না হলেও ‘এমন কিছুই’ সম্ভবত এর পেছনের কারণ বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

“সকলের আমন্ত্রণ পাঠানোর উৎসাহের প্রশংসা করি আমরা। তবে, আমাদের বিদ্যমান নীতিমালায় এখনও বিভিন্ন অঙ্গরাজ্য প্রধানদের আমন্ত্রণ পাঠানোর অনুমতি দেওয়া হয়নি।” --নিজেদের পোস্টে লিখেছে ব্লুস্কাই।

“আর এই নিয়ম সাম্প্রতিক/সুপরিচিত অঙ্গরাজ্য প্রধানদের বেলায় প্রযোজ্য।”

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের রাজনীতিবিদ আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও সিনেটর রন ওয়াইডেন এরইমধ্যে সামাজিক প্ল্যাটফর্মটিতে যোগ দিয়েছেন। 

এছাড়া, সিএনএন’র সংবাদ উপস্থাপক জেক ট্যাপার, চলচ্চিত্র নির্মাতা রায়ান জনসন, লিলি ওয়াচাওস্কি ও মডেল ক্রিসি টিগেনের মতো সেলিব্রিটিরাও যুক্ত হয়েছেন প্ল্যাটফর্মটিতে। তবে, প্ল্যাটফর্মে হাই-প্রোফাইল তারকার সংখ্যা বেড়ে গেলে ব্লুস্কাই’র কনটেন্ট মডারেশন দল আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। 

প্ল্যাটফর্মটিতে ব্লক বাটন চালুর আগে মার্কিন ব্লগার ম্যাট ইগলেসিয়াস এতে যোগ দেওয়ার পর এক ব্যবহারকারী তাকে ‘হাতুড়ি দিয়ে পেটানোর’ হুমকি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।