“আমরা কেবল আইনী ব্যবস্থা নিয়েই বসে থাকবো না, আমরা আমরা আরও বড় আকারে লড়ব, আমরা কোম্পানিগুলোর বোর্ড সদস্যদেরও ধরব।”
Published : 06 Aug 2023, 04:51 PM
এক্স প্ল্যাটফর্মে পোস্ট করা বা লাইক দেওয়ার জন্য কর্মস্থলে কোনো রকম ঝামেলায় পড়লে ভুক্তভোগীদের পক্ষে মামলা লড়া এবং সব আইনি ব্যয় বহন করবে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স।
শনিবার এক্সের একটি পোস্টে এই ঘোষণা দেন মাক্স। সঙ্গে আরও যোগ করে বলেন, সে আইনি ব্যয়ের কোনো সীমারেখা টানা হবে না।
“আমরা কেবল আইনী ব্যবস্থা নিয়েই বসে থাকবো না, আমরা আমরা আরও বড় আকারে লড়বো, আমরা কোম্পানিগুলোর বোর্ড সদস্যদেরও ধরব।”
যুক্তরাষ্ট্রে আইনি পদক্ষেপ ছাড়া কোনো কিছু কারও গায়ে লাগে না, পরবর্তীতে এমন এক পোস্টের জবাবে বলেন মাস্ক।
একটি গ্রাফ দেখিয়ে গতমাসে মাস্ক বলেন, এক্সের মাসিক ব্যবহারকারী “নতুন উচ্চতায় পৌঁছেছে। তার দেওয়া সর্বশেষ হিসাবে তা ৫৪ কোটিরও বেশি।
এমন একটি সময়ে মাসিক ব্যবহারকারীর সংখ্যাটি সামনে এলো যখন একদিকে আমূল পরিবর্তনের ধাক্কা, অন্যদিকে বিজ্ঞাপন আয়ের পতন নিয়ে ধুঁকছে কোম্পানিটি, বলেছে রয়টার্স।
৫ জুলাই মেটা প্ল্যাটফর্মের নতুন অ্যাপ থ্রেডসের আগমনের পর এক্সের শীর্ষ কর্মকর্তা গ্রাহক বৃদ্ধির দাবি করেন বেশ কিছু ধারাবাহিক বক্তব্যে, যার সর্বশেষটিতে তিনি ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করলেন।
পৃথিবীব্যাপী আইডিয়া সম্প্রচারের প্রতিরূপ হিসাবে প্রচলিত নীল পাখির লোগোটি ১৭ বছর ধরে ব্যবহার করে আসছে কোম্পানিটি, “এভ্রিথিং অ্যাপ” বানানোর উদ্দেশ্যে সেটি বদলে গত জুলাইয়ে এক্স করে দেন বিলিয়ওনেয়ার মাস্ক।
বিজ্ঞাপন আয় অর্ধেকে নেমে আসা সেইসঙ্গে উচ্চ ঋণের বোঝা, এমন পরিস্থিতিতে কোম্পানিটির অর্থ আসার বদলে উল্টো বেরিয়ে যাচ্ছে বলে জুলাইয়ের শুরুতে বলেন মাস্ক। জুনে বিজ্ঞাপন আয় বৃদ্ধির প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে ব্যার্থ হয় কোম্পানিটি।