‘দ্য ডন লেমন শো’ নামে এক্স-এ একটি অনুষ্ঠানের উপস্থাপনা করার কথা ছিল লেমনের, যেখানে প্রতি সপ্তাহে তিন ৩০ মিনিটের পর্ব সম্প্রচার হওয়ার কথা।
Published : 14 Mar 2024, 02:23 PM
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর সাবেক সংবাদ উপস্থাপক ডন লেমনের সঙ্গে চুক্তি বাতিল করেছে মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।
সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এক্স-এর মালিক ইলন মাস্ককে নিজের প্রথম অতিথি হিসেবে আনার ইঙ্গিত দিয়েছিলেন ডন লেমন। তবে এর পরপরই বুধবার লেমনের সঙ্গে চুক্তি বাতিল করল এক্স।
সিএনএন-এ প্রায় ১৭ বছর কাজ করার পর গত বছরের এপ্রিলে লেমনকে বরখাস্ত করে সংবাদমাধ্যমটি। এ বছরের জানুয়ারিতে এক্স বলেছিল, লেমন সম্ভবত এক্স-এ নতুন একটি এক্লুসিভ শো’র উপস্থাপনা করবেন, যেখানে রাজনীতি, সংস্কৃতি, খেলাধুলা ও বিনোদন সবকিছুই থাকবে।
‘দ্য ডন লেমন শো’ নামে এক্স-এ একটি অনুষ্ঠানের উপস্থাপনা করার কথা ছিল লেমনের, যেখানে প্রতি সপ্তাহে তিন ৩০ মিনিটের পর্ব সম্প্রচার হওয়ার কথা।
“লেমনের দৃষ্টিভঙ্গি ‘সিএনএন-এর মতোই ছিল, সামাজিক মাধ্যমের মতো নয়, যা আদতে কোনও কাজে আসবে না” এক এক্স পোস্টে বলেন মাস্ক। পাশাপাশি, লেমনকে প্ল্যাটফর্মটিতে নিজস্ব দর্শকশ্রেণি গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি।
এক্স-এর ব্যবসায়িক অ্যাকাউন্ট পোস্ট করেছে, “দ্য ডন লেমন শো’ এক্স-এ কনটেন্ট প্রকাশের জন্য উন্মুক্ত। আর এতে কোনও সেন্সরশিপও থাকবে না।”
তবে, লেমনের অনুষ্ঠান নিয়ে বাণিজ্যিক চুক্তি করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কোম্পানিটি।
লেমন এক্স-এ বলেন, শুক্রবার পরিচালিত এ সাক্ষাৎকারের পরপরই মাস্ক এ চুক্তি বাতিল করেছেন। তিনি আরও যোগ করেন, মার্কিন ধনকুবের মাস্কের রকেট কোম্পানি ‘স্পেসএক্স’ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এমন বিষয়গুলো নিয়েই আলোচনা করতে চেয়েছিলেন তিনি।