মাস্ক আদালতের এমন রায় চেয়েছেন যেখানে নিজেদের গবেষণা ও প্রযুক্তি জনসাধারণের সামনে তুলে ধরতে বাধ্য হবে ওপেনএআই।
Published : 02 Mar 2024, 04:40 PM
জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। চুক্তি লঙ্ঘন ছাড়াও কোম্পানিটি মানুষের উপকারে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি।
ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন মাস্ক। কোম্পানিটির বিভিন্ন কাজ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি ওপেনএআইয়ের মূল লক্ষ্য অর্থাৎ ভালো কাজ করার ‘মিশন’কেও বাস্তব রূপ দিতে সাহায্য করেছিলেন তিনি।
তবে, সাম্প্রতিক মাসগুলোয় ওপেনএআই ও কোম্পানির সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ক্রমাগত সমালোচনার তীর ছুড়েছেন মাস্ক। তার যুক্তি, ওপেনএআই যে মানুষকে উপকার করার প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভঙ্গ করেছে কোম্পানিটি।
চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানিটির চুক্তি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন মাস্ক।
মাস্কের দাবি, ওপেনএআইকে একটি ওপেন সোর্স ও অলাভজনক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন অলটম্যান ও কোম্পানির আরেক সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান। তবে, ২০১৫ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি এখন অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।
মামলার নথি অনুসারে, ওপেনএআই প্রতিষ্ঠার কথা উল্লেখ করে মাস্ক বলেন, তারা তিনজন আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার বিষয়ে একমত হয়েছিলেন। এটি এমন এক ধারণা, যার মাধ্যমে বিভিন্ন মেশিন মানুষের মতো কাজ করার ক্ষমতা অর্জন করবে। ধারণাটি এমনভাবে বাস্তবায়ন করার কথা ছিল যাতে এটি মানুষের উপকারে আসে।
সে সময়ে গুগলের সঙ্গেও প্রতিযোগিতা করার কথা ছিল ওপেনএআইয়ের। মাস্কের দাবি, নিজস্ব লাভের কথা মাথায় রেখে এজিআই তৈরি করছিল গুগল, যা মানুষের জন্য গুরুতর ঝুঁকির কারণ হতে পারে।
মামলায় আরও অভিযোগ তোলা হয়, প্রতিষ্ঠাকালীন ওই চুক্তির মাধ্যমে ২০২৩ সালে নিজেদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জিপিটি-৪’ বাজারে এনেছে ওপেনএআই, যা মূলত মাইক্রোসফটের পণ্য।
মাস্ক আদালতের এমন রায় চেয়েছেন, যেখানে নিজস্ব গবেষণা ও প্রযুক্তিগুলো জনসাধারণের সামনে তুলে ধরতে বাধ্য হবে ওপেনএআই, যা মাইক্রোসফট বা যে কোনও ব্যক্তির আর্থিক লাভের উদ্দেশ্যে জিপিটি-৪’সহ এ ধরনের প্রযুক্তি ব্যবহারে বাধা দেবে।
পাশাপাশি, ‘জিপিটি-৪’ ও ‘কিউস্টার’ নামের উন্নত প্রযুক্তিকে ‘এজিআই’ হিসাবে বিবেচনা করার দাবিও তুলেছেন মাস্ক, যার মাধ্যমে এ প্রযুক্তি মাইক্রোসফটের লাইসেন্সের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে ইনডিপেন্ডেন্ট।
২০১৮ সালে ওপেনএআইর বোর্ড থেকে পদত্যাগ করেন মাস্ক। পরবর্তীতে বেশ কয়েকবার এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের আহ্বানও জানিয়েছেন মার্কিন এ ধনকুবের।