লাইভস্ট্রিমে অতিথি বদলানো গেলেও এতে এককালীন কেবল একজন অতিথি রাখা যাবে। লাইভস্ট্রিমে আমন্ত্রণ জানানোর পর নির্মাতার স্ট্রিমের ফিড দেখতে পাবেন অতিথি।
Published : 05 Nov 2022, 05:35 PM
টিকটক আর টুইচ দুই প্ল্যাটফর্মই ব্যবহারকারীকে একাধিক ব্যক্তি নিয়ে লাইভে যাওয়ার অনুমোদন দেয়। এবার ইউটিউব এমন এক নতুন ফিচারের ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে লাইভ স্টিমিংয়ে একজন অতিথিকে আমন্ত্রণের সুযোগ মিলবে।
ফিচারটির নাম ‘গো লাইভ টুগেদার’।
ইউটিউবের ‘ক্রিয়েটর ইনসাইডার’ চ্যানেল ও এক ব্লগ পোস্টের ঘোষণা অনুযায়ী, ফিচারটি চালুর পর নির্মাতারা কেবল ফোনের মাধ্যমে ‘কো-স্ট্রিম’ করতে পারবেন। কারণ, ইউটিউবের ডেস্কটপ সংস্করণে এটি থাকবে না।
প্রাথমিকভাবে কেবল বাছাই করা একদল নির্মাতা নতুন ফিচারটি চালাতে পারবেন। তবে, ভবিষ্যতে তুলনামূলক বেশি নির্মাতার কাছে ‘কো-স্ট্রিমিং’ ফিচারটি পৌঁছানোর পরিকল্পনা করছে ইউটিউব।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, একজন নির্মাতা একটি কম্পিউটারের মাধ্যমে অতিথির সঙ্গে লাইভস্ট্রিমের সময়সূচি ঠিক করে রােখতে পারবেন। পরে তিনি মোবাইল ফোন থেকে লাইভে যেতে পারবেন। অথবা, ফোনের মাধ্যমেও তাৎক্ষণিক লাইভে যেতে পারবেন তারা।
লাইভস্ট্রিমে অতিথি বদলানো গেলেও এতে এককালীন কেবল একজন অতিথি রাখা যাবে। লাইভস্ট্রিমে আমন্ত্রণ জানানোর পর নির্মাতার স্ট্রিমের ফিড দেখতে পান ওই অতিথি।
আগামী কয়েক সপ্তাহে নিজস্ব অ্যাকাউন্টে ‘গো লাইভ টুগেদার’ নামের নতুন একটি বাটন দেখতে পাবেন কিছু নির্মাতা। ভিডিও’র ‘টাইটেল ডেস্ক্রিপশন’, ‘মনিটাইজেশন সেটিংস’, ‘থাম্বনেইলস’ ও ‘ভিজিবিলিটি সেটিংস’সহ স্ট্রিমের বিবরণী প্রবেশ করিয়ে এটি চালু করতে পারবেন তিনি।
‘ইনভাইট এ কো-স্ট্রিমার’ নামের অপশন বাছাইয়ের পর নির্মাতারা লাইভস্ট্রিমে আমন্ত্রণ জানাতে একজন অতিথি বেছে নিতে পারবেন। ওই অতিথি ‘ইনভাইট’ বাটনে ক্লিক করলে, তাদের পাঠানো হবে একটি ‘ওয়েটিং রুমে’। যখন দুইজনই প্রস্তুত হয়ে যাবেন, তখন ‘গো লাইভ’ বাটনে চেপে উপস্থাপক শুরু করতে পারবেন লাইভস্ট্রিম।
অতিথির সঙ্গে করা স্ট্রিমে বিজ্ঞাপনের সুবিধা থাকলেও, লাইভস্ট্রিমের সকল আর্থিক আয় চলে যাবে উপস্থাপকের কাছে। লক্ষণীয় যে অতিথির চ্যানেলে এই স্ট্রিম আসবে না।
তবে, ইউটিউব বলছে, অতিথির চ্যানেলে লাইভস্ট্রিম দেখানো যে গুরুত্বপূর্ণ, ওই বিষয়টি সম্পর্কে তারা অবগত। এর থেকে ইঙ্গিত মিলছে যে ভবিষ্যতে ফিচারটি নিয়ে হয়তো আরও কাজ করবে প্ল্যাটফর্মটি।
সম্প্রতি, টিকটক ও টুইট নিজস্ব প্ল্যাটফর্মে কো-স্ট্রিমিং ফিচার চালুর পরপরই নতুন ফিচারটি আনছে ইউটিউব।
কয়েক সপ্তাহ আগেই ‘মাল্টি-গেস্ট’ নামে নতুন একটি ফিচার চালু করেছে টিকটক। উপস্থাপক এতে একটি ‘গ্রিড’ বা ‘প্যানেল লেআউট’ ব্যবহার করে সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত অতিথি নিয়ে লাইভে যেতে পারেন।
গত সপ্তাহে, ‘গেস্ট’ নামে নতুন এক ফিচার চালু করেছে টুইচ। এর মাধ্যমে সহজেই অন্যান্য নির্মাতা ও ভক্তদের নিজস্ব স্ট্রিমে এনে ‘টকশো’র মতো অভিজ্ঞতা পেতে পারেন স্ট্রিমাররা। স্ট্রিমে একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত বক্তা যোগ করার সুযোগ দেয় ‘গেস্ট স্টার’ নামের ফিচারটি।
ইউটিউবের কো-স্ট্রিমিং ফিচারের বিপরীতে, টিকটক ও টুইচ দুটো প্ল্যাটফর্মই ব্যবহারকারীকে একাধিক ব্যক্তি নিয়ে লাইভে যাওয়ার অনুমোদন দেয়।
টেকক্রাঞ্চ বলছে, ইউটিউবের কো-স্ট্রিমিং ফিচার এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় ভবিষ্যতে এটি বদলে হয়তো একাধিক ব্যক্তিসহ লাইভে যাওয়ার সুবিধা আনতে পারে ইউটিউব।