অফকম বলেছে, ২০২২ সালে যুক্তরাজ্যের ক্লাউড সেবার ৭০-৮০ শতাংশই দখলে রেখেছে ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)’ ও মাইক্রোসফট।
Published : 06 Oct 2023, 02:42 PM
যুক্তরাজ্যের ক্লাউড সেবা বাজারে অ্যামাজন ও মাইক্রোসফটের একচেটিয়া রাজত্ব নিয়ে অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের তদন্ত করার আহ্বান জানিয়েছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’।
সংস্থাটির দাবি, তারা বিভিন্ন এমন ফিচার শনাক্ত করেছে, যা যুক্তরাজ্যের বিভিন্ন ব্যবসায় একাধিক ক্লাউড সরবরাহক ব্যবহারের পথ জটিল করে তোলে।
অফকম বলেছে, ২০২২ সালে যুক্তরাজ্যের ক্লাউড সেবার ৭০-৮০ শতাংশই দখলে রেখেছে ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)’ ও মাইক্রোসফট। আর ৫-১০ শতাংশ নিয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী গুগল।
“তারা প্রতিদ্বন্দ্বীদের দমিয়ে রাখে কি না, সেটা নিয়ে স্বাধীনভাবে তদন্ত চালাবে যুক্তরাজ্যের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা- ‘সিএমএ’। আর অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ।” --বলেছে অফকম।
অফকমের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে অ্যামাজন বলেছে, তাদের অভিযোগটি আইটি খাতে প্রচলিত ‘ভুল ধারণার’ ওপর ভিত্তি করে তৈরি।
এদিকে, মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছেন, তারা “সিএমএ’র সঙ্গে গঠনমূলক উপায়ে” কাজ করবেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সিএমএ’র এই তদন্ত শেষ হবে ২০২৫ সালের এপ্রিল নাগাদ।