হোয়াটসঅ্যাপ বলেছে, ব্যবহারকারীর ‘তড়িঘড়ি করে’ গ্রুপ তৈরির ক্ষেত্রে এই সুবিধা কাজে লাগবে। তবে, এই সুবিধা কেবল ছয় জন ব্যক্তি থাকা চ্যাটিং গ্রুপের বেলায় প্রযোজ্য।
Published : 24 Aug 2023, 07:17 PM
অবশেষে ব্যবহারকারীদের জন্য গ্রুপ চ্যাটিংয়ে নাম দেওয়ার বাধ্যবাধ্যকতা তুলে নিয়েছে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারী এখন থেকে কোনো গ্রুপে লোকজন যুক্ত করার পর এর নাম দিতে পারবেন।
হোয়াটসঅ্যাপ বলেছে, ব্যবহারকারীর ‘তড়িঘড়ি করে’ গ্রুপ তৈরির ক্ষেত্রে এই সুবিধা কাজে লাগবে।
তবে, এই সুবিধা কেবল ছয় জন ব্যক্তি থাকা চ্যাটিং গ্রুপের বেলায় প্রযোজ্য।
গ্রুপে কে বা কারা আছেন, তার ওপর নির্ভর করে গ্রুপের নাম বদলানো যাবে। আর প্রত্যেক ব্যবহারকারী আলাদাভাবে গ্রুপের নিজস্ব নাম দিতে পারবেন, যা তিনি কেবল নিজের ফোনে দেখতে পাবেন।
তবে কাউকে যদি এমন গ্রুপে যুক্ত করা হয়, যেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় নেই, সেই ক্ষেত্রে তিনি কেবল তাদের ফোন নম্বর দেখতে পাবেন।
ফেইসবুকে ফিচারটি চালুর ঘোষণা দিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।
“আপনার অন্য কোনো নাম দিতে ইচ্ছা না করলে চ্যাটিংয়ে কে আছেন, তার ওপর ভিত্তি করে আপনি সহজেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দিতে পারেন।” --লেখেন তিনি। পাশাপাশি, গ্রুপের নতুন চেহারা দেখতে কেমন হবে, সেটির একটি ছবিও প্রকাশ করেন তিনি।
মেটা বলেছে, ‘আসন্ন দিনগুলোয়’ ফিচারটি বৈশ্বিকভাবে চালু করা হবে।