এইসব অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে যেগুলো ‘ইনবক্স অ্যাপ’ নামে পরিচিত। তবে, এখন ব্যবহারকারীদের ধীরে ধীরে এগুলো সরানোর সুযোগ দিতে যাচ্ছে মাইক্রোসফট।
Published : 18 Aug 2023, 12:10 PM
শীঘ্রই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা বিভিন্ন বিল্ট-ইন অ্যাপ সরানোর সুবিধা চালু করছে মাইক্রোসফট।
‘ক্যানারি চ্যানেল’ নামে পরিচিত ব্যবস্থার মাধ্যমে নতুন এই সুবিধা পরীক্ষা করে দেখছে সফটওয়্যার নির্মাতা কোম্পানিটি। এর মধ্যে রয়েছে উইন্ডোজ ১১’র ক্যামেরা অ্যাপ, সম্প্রতি বন্ধ হওয়া কর্টানা, ফটোস, পিপল ও ‘রিমোট ডেস্কটপ (এমএসটিএসসি) ক্লায়েন্ট’ অ্যাপ আনইনস্টল করার সুবিধা।
উইন্ডোজ ১১’তে এইসব অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে যেগুলো ‘ইনবক্স অ্যাপ’ নামে পরিচিত। তবে, এখন ব্যবহারকারীদের ধীরে ধীরে এগুলো সরানোর সুযোগ দিতে যাচ্ছে মাইক্রোসফট। ফলে, ব্যবহারকারী নির্দ্বিধায় এগুলো সরাতে পারবেন।
এইসব বিল্ট-ইন অ্যাপের সিংহভাগই আকারে তেমন বড় নয়। তাই এগুলো আনইনস্টল করলে অনেক জায়গা খালি হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তবে, ব্যবহারকারী এগুলো মুছে ফেললে তার উইন্ডোজ স্ক্রিন আগের চেয়ে গোছানো মনে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
উইন্ডোজ ১১’র ক্যামেরা অ্যাপ আনইনস্টলের সুবিধা চালু করার বিষয়টি নিয়ে মার্চ থেকেই পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট। এদিকে, এই মাসের শুরুতে চালু হয়েছে কর্টানা অ্যাপ আনইনস্টল করার সুবিধা।
তবে যেসব ব্যবহারকারী ‘উইন্ডোজ ইনসাইডার’ সফটওয়্যারটি ব্যবহার করছেন না, তাদের এই সুবিধা পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। অন্যদিকে, সেপ্টেম্বরে আসন্ন উইন্ডোজ ১১’র বড় আপডেটে এই সুবিধা চালুর পরিকল্পনা করছে মাইক্রোসফট। এতে আরও কিছু অ্যাপ আনইনস্টলের অপশন থাকার সম্ভাবনা আছে।
সেপ্টেম্বরের আপডেটে আরও থাকতে পারে ‘রার’ ও ‘৭-জিপ’ ফাইল সমর্থনের, নতুন সেটিং হোমপেইজ, তুলনামূলক উন্নত ভলিউম মিক্সার এবং ‘উইন্ডোজ কোপাইলট’-এ অগ্রিম প্রবেশের সুবিধাও।