টিকটকের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কেবল কয়েকদিন আগে এ প্রস্তাব পাঠানোয় অ্যামাজনের এই বিডটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে না হোয়াইট হাউস।
Published : 03 Apr 2025, 04:48 PM
নিষিদ্ধের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই চীনা মালিকদের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটক কিনতে হোয়াইট হাউসে প্রস্তাব পাঠিয়েছে অ্যামাজন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, এ সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের কাছে এক চিঠিতে অ্যাপটি কেনার প্রস্তাব পাঠিয়েছে এ ওয়েব জায়ান্ট।
তবে সূত্র বলছে, যুক্তরাষ্ট্রে টিকটকের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কেবল কয়েকদিন আগে এ প্রস্তাব পাঠানোয় অ্যামাজনের এই বিডটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে না হোয়াইট হাউস।
এ বিষয়ে সিএনবিসি’র অনুরোধে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যামাজন।
মার্কিন ই কমার্স কোম্পানিটির এই প্রস্তাবের খবর প্রথম প্রকাশ করেছে আমেরিকান দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। খবরটি এমন এক সময়ে এল যখন যুক্তরাষ্ট্রে নিজেদের ভাগ্য নিয়ে শঙ্কায় রয়েছে টিকটক।
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স তাদের আমেরিকান কার্যক্রম বিক্রির জন্য যদি কোনও চুক্তিতে পৌঁছাতে না পারে তবে ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে আবারও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপটি।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা গত বছর ১৯ জানুয়ারি অ্যাপটি বিক্রির জন্য একটি বিল পাস করেছিলেন, যাতে সই করে তা আইনে পরিণত করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে এ চুক্তির মেয়াদ ৭৫ দিনের জন্য বাড়িয়ে এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ পরিস্থিতি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বলেছেন, বুধবারের মধ্যেই যুক্তরাষ্ট্রে টিকটকের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন ট্রাম্প।
এদিকে, টিকটক কেনার জন্য প্রস্তাব জমা দিয়েছে মোবাইল প্রযুক্তি কোম্পানি ‘অ্যাপলভিন’ও।