এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
Published : 04 Apr 2025, 06:50 PM
ময়মনসিংহে বাস চাপায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
এতে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওই এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হন আরও পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
ওসি আরও বলেন, বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।