মেটা ও স্ন্যাপচ্যাটের শিশু সুরক্ষার তথ্য নেবে ইইউ

অল্প বয়সীদের অনলাইন সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ইউটিউব ও টিককটকে চিঠি পাঠানোর একদিন পর মেটা এবং স্ন্যাপচ্যাটকেও একই ধরনের বার্তা দিল ইইউ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 12:33 PM
Updated : 12 Nov 2023, 12:33 PM

অবৈধ ও ক্ষতিকর কন্টেন্ট থেকে শিশুদের মেটা প্ল্যাটফর্ম ও স্ন্যাপচ্যাট কীভাবে সুরক্ষা দেয়, তার বিস্তারিত তথ্য জানাতে এক ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

অল্প বয়সীদের অনলাইন সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ইউটিউব ও টিককটকে চিঠি পাঠানোর একদিন পর মেটা এবং স্ন্যাপচ্যাটকেও একই ধরনের বার্তা দিল ইইউ।

ইতোপূর্বে অক্টোবরে বিভিন্ন প্ল্যাটফর্মে উগ্রবাদ ও সহিংস কন্টেন্ট এবং বিদ্বেষমূলক বক্তব্য রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মেটা, এক্স এবং টিকটকসহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আদেশ দিয়েছিল ইউরোপীয় কমিশন।

রয়টার্স লিখেছে, কোম্পানিগুলোর জবাবে সন্তুষ্ট না হলে ইউরোপীয় কমিশন তাদের বিষয়ে তদন্ত চালাতে পারে।

প্রধান প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ কন্টেন্ট ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টে (ডিএসএ) কোম্পানিগুলোর ওপর দায়িত্ব বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ব্যর্থ হলে তাদের মোট আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।