এক টুইটে টুইটার দেখিয়েছে, এইসব আইকন আগে দেখতে কেমন ছিল ও এখন কেমন দেখাচ্ছে। অন্যটিতে নতুন সবগুলো আইকনের সেট দেখা যাচ্ছে।
Published : 22 Oct 2022, 05:08 PM
নিজস্ব সামাজিক নেটওয়ার্কজুড়ে ব্যবহৃত বিভিন্ন আইকন পুরোপুরি নতুন এক চেহারায় আনছে টুইটার। গত বছরের এক ফিচারের ওপর ভিত্তি করে নতুন এই পরিবর্তন এনেছে কোম্পানিটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদক বলছেন, এইসব আইকনে ব্যবহৃত হয়েছে তুলনামূলক মোটা লাইন। আর সবকিছু একটু বেশিই কৌনিক দেখাচ্ছে।
“লক্ষ্য ছিল এইসব আইকনের একটি সমন্বিত সেট তৈরি করা, মোটা রেখা ব্যবহৃত হলেও আকার ও শৈলীতে যেন এগুলোর মিল পাওয়া যায় আগের আইকন সেটের সঙ্গে, আর যেখানে সম্ভব একটু চতুরতার ছাপ যেন থাকে।” – শুক্রবার নিজেদের ডিজাইন অ্যাকাউন্টের এক থ্রেডে বলেছে টুইটার।
The goal was to create a cohesive set of icons that are bold in shape and style yet still relatable and a little cheeky where possible. pic.twitter.com/vXphgv4pCK
— Twitter Design (@TwitterDesign) October 21, 2022
থ্রেড থেকে করা দুটি টুইটে সহজেই দেখা যাচ্ছে যে কী ধরনের পরিবর্তন এসেছে। একটি টুইটে দেখা যাচ্ছে, এইসব আইকন আগে দেখতে কেমন ছিল ও এখন কেমন দেখাচ্ছে। অন্যটিতে নতুন সবগুলো আইকন দেখা যাচ্ছে একটি ছবিতে।
“আমি প্রথমে এর তেমন ভক্ত ছিলাম না, তবে ধীরে ধীরে এতে অভ্যস্ত হচ্ছি।” --বলেছেন ভার্জের প্রতিবেদক।
“অনেকের কাছে এইসব আইকন এরইমধ্যে চলে এলেও”, প্রতিবেদক বলেছেন, তার বেলায় “গতকাল রাতে ওয়েব সংস্করণে আর আইওএস সংস্করণে এর দেখা মিলেছে প্রতিবেদনটি লেখার সময়” এর দেখা মিলেছে।
“আসন্ন দিনগুলোতে এইসব নতুন আইকন সবার জন্য ওয়েব, আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণে চালু করবে টুইটার।” --এক ইমেইল বার্তায় ভার্জকে বলেছেন কোম্পানির মুখপাত্র শাওকি আমদো।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের অগাস্টে উন্মোচিত নতুন ‘ভিজুয়াল ডিজাইন ল্যাংগুয়েজের’ ওপর ভিত্তি করে এইসব পরিবর্তন এনেছে কোম্পানিটি। সে সময় অ্যাপজুড়ে ‘চার্প’ নামে একটি নতুন ফন্টও এনেছিল টুইটার।