চ্যাটজিপিটিভিত্তিক ইমেইল অ্যাপের আপডেট ব্লক করল অ্যাপল

ফেব্রুয়ারির শুরুতে মাইক্রোসফট ও অ্যালফাবেট মালিকানাধীন গুগল, দুটো কোম্পানিই নিজস্ব চ্যাটবট চালুর ঘোষণা দেয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 08:25 AM
Updated : 3 March 2023, 08:25 AM

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মাধ্যমে চালিত এক ইমেইল অ্যাপের আপডেটের অনুমোদন পিছিয়ে দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

ব্লক করা ইমেইল অ্যাপটি ‘ব্লু মেইল’ নামে পরিচিত।

এই ব্যবস্থা শিশুদের জন্য বিভিন্ন আপত্তিকর কনটেন্ট তৈরি করতে পারে, এমন শঙ্কার কারণে অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে বলে কোম্পানি দুটির মধ্যকার যোগাযোগের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল।

ব্লু মেইলের মালিক কোম্পানি ব্লিক্সের প্রতিষ্ঠাতা বেন ভলাক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, অ্যাপের আপডেটে ওপেনএআই’র জিপিটি-৩ ল্যাঙ্গুয়েজ মডেলের কাস্টমাইজ করা সংস্করণ ব্যবহৃত হওয়ায় গত সপ্তাহে এটি ব্লক করে দেওয়া হয়।

এই প্রসঙ্গে মন্তব্য জানতে রয়টার্স ব্লিক্স ও অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলে কেউই সাড়া দেয়নি।

এদিকে, প্রযুক্তি শিল্পকে ‘মোহিত’ করে রেখেছে ব্যবহারকারীর প্রম্পটের প্রতিক্রিয়ায় কনটেন্ট তৈরি করা ওপেন এআই’র চ্যাটবট চ্যাটজিপিটি।

ফেব্রুয়ারির শুরুতে মাইক্রোসফট ও অ্যালফাবেট মালিকানাধীন গুগল, দুটো কোম্পানিই নিজস্ব চ্যাটবট চালুর ঘোষণা দেয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন এআই-চালিত চ্যাটবট নতুন এক ক্ষেত্র। আর এগুলোর প্রাথমিক অনুসন্ধান ফলাফল ও কথোপকথনের ধরন এরইমধ্যে শিরোনামে উঠে এসেছে।