যাদের কল করতে চাইছেন সবাই একই গ্রুপে না থাকলে কী করবেন? সে উপায়ও আছে। ফোনে আইকনে চেপে তাদের মধ্যে প্রথমে একজনকে কল করুন।
Published : 23 Nov 2024, 01:15 PM
পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যুক্ত থাকার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে গ্রুপ কল, যেখানে একসঙ্গে অনেক মানুষ মিলে কথা বলা যায়। আর গ্রুপ কল করার জন্য হোয়াটসঅ্যাপ বেশ ভালো অপশন। মেটা মালিকানাধীন অ্যাপটিতে একইসঙ্গে ৩২ জন মিলে যোগ দেওয়া যায় গ্রুপ কলে।
কীভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস কল ও গ্রুপ ভিডিও কল করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
কীভাবে গ্রুপ ভয়েস কল করবেন?
একটি গ্রুপ কল শুরু করার সবচেয়ে সহজ উপায় হল, গ্রুপ চ্যাট থেকে সরাসরি কল করা। প্রথমে গ্রুপ চ্যাট চালু করুন, এরপর ওপরের ফোনের মত দেখতে আইকনে চাপুন। এটি ওই গ্রুপে থেকে সবাইকে নিয়ে ভয়েস কল চালু করবে।
যাদের কল করতে চাইছেন সবাই একই গ্রুপে না থাকলে কী করবেন? সে উপায়ও আছে। ফোনে আইকনে চেপে তাদের মধ্যে প্রথমে একজনকে কল করুন। ওই ব্যক্তির সঙ্গে কলে থাকা অবস্থায়, স্ক্রিনের ওপরের ডান কোণা থেকে একটি মানুষের ওপরে প্লাস চিহ্নের মতো দেখতে আইকনে চাপুন। এরপর ফোনে সেইভ করা কনটাক্ট তালিকা আসবে, সেখান থেকে যাকে যাকে কলে যোগ করতে চান যোগ করে ফেলুন। এরপর, স্ক্রিনের নিচে থেকে ‘অ্যাড টু কল’ অপশনে চাপলেই কাজ হয়ে যাবে।
নিজের কাছে গ্রুপ কল এলে কী করবেন? এ ক্ষেত্রে ফোনে একটি নোটিফিকেশন আসবে। সেখান থেকে দেখে নেওয়া যাবে কলটিতে কে কে রয়েছে। এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কলটিতে যুক্ত হতে চান কি না।
নোটিফিকেশন মিস করে গেছেন, কিন্তু কল চলছে, এমন অবস্থায় ও হোয়াটসঅ্যাপ চালু করে ‘কলস’ ট্যাব থেকে যুক্ত হতে পারেন। আর আগে থেকে তৈরি গ্রুপের কল হলে, গ্রুপ চ্যাট চালু করুন। কল ইনফো স্ক্রিন থেকে ‘জয়েন’ অপশনে চেপে সহজেই যুক্ত হতে পারবেন।
গ্রুপ ভিডিও কল করবেন কীভাবে?
ভয়েস কলের মতোই, আগে থেকে তৈরি গ্রুপ চ্যাট-এর বেলায় কল করা সহজ। গ্রুপটি চালু করে ওপরের ডান কোণা থেকে ভিডিও কল বা অনেকটা ভিডিও ক্যামেরার মতো দেখতে আইকনে চাপুন। আসলেও কল করতে চান কিনা সেটি নিশ্চিত করতে বলবে হোয়াটসঅ্যাপ। ‘কল গ্রুপ’ অপশনে চেপে নিশ্চিত করুন ও অন্যদের যুক্ত হওয়ার অপেক্ষা করুন।
একজন বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে বাকিদের কথা মনে পড়ে গেছে? চিন্তা নেই, বন্ধুর সঙ্গে চ্যাট চালু করে, ক্যামেরা আইকনে চেপে কল করুন। কল ধরার পরে, মানুষ ও প্লাস চিহ্নের মতো দেখতে আইকনে ক্লিক করুন। কন্টাক্ট তালিকা থেকে বাকিদের যোগ করে, ‘অ্যাড টু কল’ অপশনে চাপুন।
অন্য কেউ ভিডিও কল করলে ভয়েস কলের মতোই জয়েন অপশন আসবে। গ্রুপে কে কে আছে তাও দেখাবে। ব্যবহারকারী চাইলে কল ধরতে বা কাটতে পারবেন। নোটিফিকেশ মিস করলে বা কল না শুনলেও ভয়েস কলের পদ্ধতি ভিডিও কলে যুক্ত হতে পারবেন।