পরিবর্তনের অংশ হিসাবে কোম্পানি ছাড়বেন এক দশকেরও বেশি সময় অ্যাপ স্টোর বিভাগের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ম্যাট ফিশার।
Published : 23 Aug 2024, 12:23 PM
নিজেদের অ্যাপ স্টোর বিভাগকে দুইভাগে বিভক্ত করছে অ্যাপল। একদল কর্মী অ্যাপ স্টোর সামলাবে, আর অন্যরা ইউরোপীয় ইউনিয়নে চালু হতে থাকা বিভিন্ন বিকল্প মার্কেটপ্লেসে নিয়ে কোম্পানির কার্যক্রম পরিচালনা করবে।
ব্লুমবার্গ নিউজকে উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
পরিবর্তনের অংশ হিসাবে কোম্পানি ছাড়বেন এক দশকেরও বেশি সময় অ্যাপ স্টোর বিভাগের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ম্যাট ফিশার।
“অনেকদিন ধরেই এটি ভাবছি আমি। আর এখন যেহেতু নতুন চ্যালেঞ্জ ও সুযোগগুলি আরও ভালভাবে পরিচালনা করতে দলটি পুনর্গঠন করছি, আমার দলের দুই অসামান্য নেতার হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার এখনই সঠিক সময়।” – কোম্পানির কর্মীদের উদ্দেশ্যে এক ইমেইলে লিখেছেন ফিশার, যা তিনি পরবর্তীতে নিজের লিংকডিন প্রোফাইলেও পোস্ট করেছেন।
এখন অ্যাপ স্টোর বিভাগের দায়িত্ব নেবেন অ্যাপলের জ্যেষ্ঠ পরিচালক কারসন অলিভার। অন্যান্য মার্কেটপ্লেস মোকাবেলার দায়িত্ব যাচ্ছে কোম্পানির পণ্য পরিচালক অ্যান থাই-এর কাঁধে। এ ছাড়া, দুটি বিভাগের সার্বিক তদারকি করবেন অ্যাপ স্টোর ও অ্যাপল ইভেন্টস সামলানো কোম্পানির ফেলো ফিল শিলার।
এ প্রসঙ্গে মন্তব্যের অনুরোধে অ্যাপল তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
এ খাতে প্রতিযোগিতার স্বার্থে ইউরোপীয় নিয়ন্ত্রকরা অ্যাপলকে থার্ড পার্টি অর্থপ্রদানের পদ্ধতি এবং বিকল্প অ্যাপ স্টোর চালু করতে বাধ্য করার পরেই কোম্পানি এ বিভাগ পুনর্গঠনের সিদ্ধান্ত নিল।
গত সপ্তাহে, আইওএস-এ এপিক গেইম স্টোর প্রকাশের মাধ্যমে ইউরোপ অঞ্চলের আইফোনে ফিরে এসেছে ফোর্টনাইট। অন্যান্য বিকল্প অ্যাপ স্টোরও এ অঞ্চলের আইফোনে ফিরতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।