গত কয়েক মাসে সেবাটিতে নতুন গ্রাহক যোগ দিয়েছেন ৯৩ লাখের বেশি, যার ফলে গোটা বিশ্বে কোম্পানিটির আর্থিক ফি ভিত্তিক গ্রাহক সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় ২৭ কোটিতে।
Published : 22 Apr 2024, 01:33 PM
নিজস্ব সেবায় কতজন মানুষ সাইন আপ করেছেন ও বছরে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে কতো আয় হচ্ছে, সে তথ্য আর দেবে না নেটফ্লিক্স।
বৃহস্পতিবারের ঘোষণায় কোম্পানিটি বলেছে, তারা এর পরিবর্তে এখন থেকে কোম্পানির আয় বৃদ্ধির হার ও প্ল্যাটফর্মে কাটানো সময়ের তথ্য তুলে ধরবে।
“আমাদের প্রাথমিক দিনগুলোয়, যখন আমাদের আয় বা লভ্যাংশ খুবই অল্প ছিল, তখন থেকেই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখিয়েছে সেবাটির সদস্য বৃদ্ধির হার,” নিজেদের শেয়ারমালিকদের পাঠানো এক চিঠিতে বলেছে নেটফ্লিক্স।
“তবে এখন আমাদের আয় অনেক বেড়ে যাওয়ার পাশাপাশি আমাদের নগদ প্রবাহও নির্বিঘ্নে চলছে।”
নেটফ্লিক্সের প্রকাশ করা তথ্য অনুসারে, গত কয়েক মাসে সেবাটিতে নতুন গ্রাহক যোগ দিয়েছেন ৯৩ লাখের বেশি, যার ফলে গোটা বিশ্বে কোম্পানিটির আর্থিক ফি ভিত্তিক গ্রাহক সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় ২৭ কোটিতে।
প্রতি প্রান্তিকে ব্যবহারকারীর সংখ্যা নিয়ে তথ্য প্রকাশ বন্ধ করার এ সিদ্ধান্তের পরও নেটফ্লিক্স বলেছে, কোম্পানি ‘বড় কোনও মাইলফলক অতিক্রম করলে’ তা ঘোষণা দেবে। এর মানে, গ্রাহক সংখ্যা ৩০ কোটি অতিক্রমের পর সে তথ্য পাওয়ার সম্ভাবনা আছে।
নেটফ্লিক্সের অনুমান বলছে, গোটা বিশ্বে ৫০ কোটির বেশি মানুষ তাদের সেবার মাধ্যমে বিভিন্ন টিভি শো ও সিনেমা দেখে থাকেন, যেখানে নতুন গ্রাহক সেবা প্যাকেজ, পাসওয়ার্ড শেয়ারিংয়ে ক্র্যাকডাউন ও বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে দর্শকদের থেকে আরও আর্থিক ফি নেওয়ার উপায় খুঁজে দেখছে কোম্পানিটি।
গত কয়েক বছরে নিজস্ব সেবায় ‘গ্র্যান্ড থেফট অটো’ ট্রিলজি, ‘হেইডস’, ‘ডেড সেলস’, ‘ব্রেইড’-এর মতো বেশ কিছু জনপ্রিয় গেইম ধীরে ধীরে নিজস্ব সংগ্রহে যোগ করে আসছে সেবাটি।
এদিকে, ওয়াল স্ট্রিটে এই গ্রাহক সংখ্যার তথ্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কোম্পানি কত দ্রুত এগুচ্ছে, সে বিষয়টি ফুটে ওঠে এর মাধ্যমে। তবে, বিভিন্ন কোম্পানির তথ্য প্রকাশ বন্ধ করে দেওয়ার এমন প্রবণতা এর আগেও দেখা গেছে।
ফেব্রুয়ারিতে মেটা ঘোষণা দিয়েছিল, তারা এখন থেকে আর প্রতি প্রান্তিকে ফেইসবুকের দৈনিক ও মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ না করে বরং ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম সামগ্রিকভাবে কতজন ব্যবহার করেছে, সে তথ্য প্রকাশ করবে।
২০১৮ সালে অ্যাপলও প্রতি প্রান্তিকে নিজেদের আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইস বিক্রির তথ্য প্রকাশ বন্ধ করেছে। এর বদলে প্রতিটি ক্যাটেগরিতে কত আয় হল, সে তথ্যের দিকে মনযোগ দেওয়ার লক্ষ্যস্থির করেছে কোম্পানিটি।