ডিপসিককে ‘ট্রোজান হর্স’ হিসাবে বর্ণনা করে মার্কিন উদ্যোক্তা বিল অ্যাকম্যান বলেছেন, অ্যাপটির তুলনায় ‘টিকটক কেবলই একটি খেলনা’।
Published : 20 Feb 2025, 03:06 PM
টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্সকে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে ডিপসিকের বিরুদ্ধে।
চীনা এআই কোম্পানি ডিপসিকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য শেয়ারের অভিযোগ এনেছে দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রক সংস্থা। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ-এর রবাত দিয়ে এ খবর প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
দক্ষিণ কোরিয়ার ডেটা নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, বাইটড্যান্সের সঙ্গে যোগাযোগ করছে ডিপসিক। তবে এসব কোম্পানির মধ্যে ব্যবহারকারীদের কী ধরনের ডেটা হাতবদল হয়েছে তা এখনও নিশ্চিত করেনি সংস্থাটি।
এ সপ্তাহের শেষে নিরাপত্তা উদ্বেগের কারণে নতুন করে দেশটির নাগরিকদের জন্য ডিপসিক এআই অ্যাপের ডাউনলোড বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার তথ্য সুরক্ষা কমিশন।
দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে, ব্যবহারকারীদের ডেটা থার্ড পার্টির কোনও কোম্পানির সঙ্গে ভাগ করার জন্য অবশ্যই তাদের কাছ থেকে স্পষ্ট অনুমতি নিতে হবে।
ইয়োনহাপ লিখেছে, দক্ষিণ কোরিয়ার এ উদ্বেগের কারণে দেশটিতে একজন প্রতিনিধি নিয়োগ করেছে ডিপসিক। পাশাপাশি দেশটির নাগরিকদের জন্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত কমিশনের যে নিয়ম রয়েছে তা মেনে না চলার কথা স্বীকার করেছে স্টার্টআপটি।
গত মাসে ডিপসিকের সর্বশেষ এআই মডেল চালু করে স্টার্টআপটি। গোটা বিশ্বে প্রযুক্তিখাতের শেয়ারে ধস নামিয়েছিল ডিপসিক-এর সাশ্রয়ী মূল্যের বিভিন্ন এআই মডেল।
তবে নিরাপত্তা নিয়ে ডিপসিক দ্রুতই অ্যালার্ম বেল বাজিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে স্কাই নিউজ।
কয়েক সপ্তাহ আগেই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে আরেক চীনা প্রযুক্তি কোম্পানি টিকটককে সাময়িকভাবে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র।
বাজারে আসার পর ডিপসিককে ‘ট্রোজান হর্স’ হিসাবে বর্ণনা করে মার্কিন উদ্যোক্তা বিল অ্যাকম্যান বলেছেন, ডিপসিকের তুলনায় ‘টিকটক কেবলই একটি খেলনা’।