ভাষার ইউনিভার্সাল একসেপ্টেন্স ডে বা সর্বজনীন গ্রহণযোগ্যতা দিবস উপলক্ষ্যে এ আয়োজনে অংশগ্রহনকারীরা পেয়েছেন প্রাথমিক পর্যায়ের কারিগরি প্রশিক্ষণও।
Published : 23 Apr 2024, 07:02 PM
ইমেইল ঠিকানা বা ওয়েব ঠিকানা কেন রোমান হরফেই লিখতে হবে? ইন্টারনেটে সরাসরি বিভিন্ন ভাষায় কাজ করায় বাধা কোথায়? এইসব বাধা দূর করার পথ কী হতে পারে - এমন সব প্রশ্নে উত্তর খোঁজার লক্ষেই ঢাকায় আয়োজিত হল দিনব্যাপী এক কর্মশালা।
ভাষা নির্বিশেষে ওয়েবসাইট, ই-মেইলসহ ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন বিষয় একসেস করা কেন জরুরি সে বিষয়ে আলোচনা করা হয় এ কর্মশালায়।
এই কারিগরি দিক নিয়ে নিজ নিজ দেশে সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, সিস্টেম এনালিস্টরা যেন কাজ করতে আগ্রহী হন, সে বিষয়ে সচেতনতা তৈরিতে জোর দেয়ার আহবানও ছিল ‘ইউএ টেকনিক্যাল ট্রেইনিং ফর ইঞ্জিনিয়ার্স এন্ড সফটওয়্যার ডেভেলপার্স’ শীর্ষক এক দিনব্যাপী এই আয়োজনে।
ভাষার ইউনিভার্সাল একসেপ্টেন্স ডে বা সর্বজনীন গ্রহণযোগ্যতা দিবস উপলক্ষ্যে এ আয়োজনে অংশগ্রহনকারীরা পেয়েছেন প্রাথমিক পর্যায়ের কারিগরি প্রশিক্ষণও।
মূল উদ্যোক্তা ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারে’র আয়োজনে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ আয়োজনে সিস্টেম অ্যাডমিস্ট্রেটর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার ও সাংবাদিক’সহ বিভিন্ন পেশার প্রায় ৭০জন পেশাজীবি অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।
এতে সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে ‘ইউনিভার্সাল একসেপ্টেন্স (ইউএ) স্টিয়ারিং গ্রুপ’ ও ‘ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেইমস অ্যান্ড নাম্বার্স (আইক্যান)’।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইক্যানের পরিচালনা পর্ষদ সদস্য সাজিদ রহমান, এর দক্ষিণ এশিয়া অংশের ভাইস প্রেসিডেন্ট সামিরান গুপ্তা, ‘আইসক বাংলাদেশ চ্যাপ্টার’-এর সভাপতি ড. নাদির বিন আলী।
এ সময় আইক্যানের প্রেসিডেন্ট ও সিইও স্যালি কস্টারটনের একটি ভিডিও বক্তব্যও উপস্থাপন করা হয়।
দিনব্যাপী এই কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনার দায়িত্বে ছিলেন ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ‘বিটিআরসি’র উপপরিচালক ড. শামসুজ্জোহা, ‘আইসক বাংলাদেশ চ্যাপ্টার’-এর সহ-সভাপতি শাহ জাহিদুর রহমান, আইসিটি বিভাগের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের পরামর্শক মো. মামুন অর রশীদ, আইক্যানের ‘ই-মেইল অ্যাড্রেসিং ইন্টারন্যাশনালাইজেশন (ইএআই) ওয়ার্কিং গ্রুপের’ ভাইস চেয়ার আবদুল মোনেম গালিলা ও ‘ইউএসজি’ অ্যাম্বেসেডর সুশান্ত সিনহা।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহকারীদের হাতে সনদপত্র তুলে দেন বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান।