প্রভাবশালী বিনিয়োগকারীরা পর্ষদের সিদ্ধান্ত পরিবর্তনে চাপ দেওয়ার একদিন পর অল্টম্যানকে সিইও পদে ফিরিয়ে আনার বিষয়ে নতুন সম্ভাবনা দেখা গেছে।
Published : 21 Nov 2023, 04:27 PM
ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে অব্যাহতি দেওয়ার তিন দিন পরই কোম্পানির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফট সিইও সাত্যিয়া নাদেলা।
“এই মুহুর্তে এটা খুবই পরিষ্কার যে, কোম্পানির পরিচালনা পর্ষদ ঘিরে কিছু পরিবর্তন আনতে হবে” --সোমবার মার্কিন গণমাধ্যম সিএনবিসি’তে দেওয়া সাক্ষাৎকারে বলেন নাদেলা।
কৃত্রিম বুদ্ধিমত্তা সেক্টরে শীর্ষ এই কোম্পানিতে সবচেয়ে বড় বিনিয়োগকারী মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রধান আরও যোগ করেন, এ বিষয় নিয়ে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনায় বসবে তার কোম্পানি।
অল্টম্যানকে ছাঁটাইয়ের পর নিজের দেওয়া প্রথম সাক্ষাৎকারে ওপেনএআইয়ের ওপর এ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কা উড়িয়ে দিয়ে নাদেলা বলেন, ওপেনএআইয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ গবেষণা ও চুক্তি অব্যাহত রাখবে তার কোম্পানি।
তবে, নাদেলার মন্তব্যে স্যাম অল্টম্যান ও ওপেনএআইয়ের আরেক সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানের ভবিষ্যৎ নিয়ে চলমান বিভ্রান্তি দূর হয়নি বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
সোমবার সকালে নাদেলা বলেন, মাইক্রোসফটের নতুন এআই গবেষণা দলে যোগ দেবেন অল্টম্যান, ব্রকম্যান ও তাদের সহকর্মীরা। এর পরপরই টুইচের সাবেক সিইও এমেট শিয়াররের ওপেনএআইয়ের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার খবর চাউর হয়। তবে, অল্টম্যান ও ব্রকম্যান সত্যিই মাইক্রোসফটে যোগ দেবেন কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
অন্যদিকে, এক চিঠির মাধ্যমে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন কোম্পানির ৭৭০ জন কর্মী। একইসঙ্গে তারা অল্টম্যানকে কোম্পানিতে ফেরানোর দাবিও তোলেন। আর এমনটি না ঘটলে, কোম্পানি ছেড়ে মাইক্রোসফটে অল্টম্যানের এআই দলে যোগ দেওয়ার হুমকিও দিয়েছেন কর্মীরা।
এ প্রসঙ্গে নাদেলা বলেন, কর্মীরা ওপেনএআই’তে থাকবেন বা চাকরি ছেড়ে মাইক্রোসফটে যোগ দেবেন কি না, তা একান্তই তাদের সিদ্ধান্ত। তিনি আরও যোগ করেন, কারও সহায়তা ছাড়া নিজে নিজেই উদ্ভাবন ও গবেষণা চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে তার কোম্পানির।
“আমি এ দুই সিদ্ধান্তই সাদরে গ্রহণ করব।” --বলেন তিনি।
সিএনবিসি বলছে, মাইক্রোসফট, টাইগার গ্লোবাল, থ্রাইভ ক্যাপিটাল, সিকোইয়া ক্যাপিটালের মত প্রভাবশালী বিনিয়োগকারীরা পর্ষদের সিদ্ধান্ত পরিবর্তনে চাপ দেওয়ার একদিন পর অর্থাৎ শনিবার অল্টম্যানকে সিইও পদে ফিরিয়ে আনার বিষয়ে নতুন সম্ভাবনা দেখা গেছে। এ ছাড়া, কোম্পানিগুলো পর্ষদের সদস্য না হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্যেও প্রস্তুত ছিল না।
শনিবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ অল্টম্যান পোস্ট করেন, “ওপেনএআই দলকে আমি অনেক বেশি ভালবাসি।” আর একটি ‘হার্ট ইমোজি’র ক্যাপশন দিয়ে তা রিপোস্ট করেন ব্রকম্যান। একই কাজ করেন ওপেনএআইয়ের অন্যান্য কর্মীও।
নাদেলা সিএনবিসি’কে বলেন, তারা ওপেনএআইয়ের অলাভজনক বৈশিষ্ট্যকে সম্মান করে। পাশাপাশি, নিরাপদ উপায়ে এআই প্রযুক্তির বিকাশ ও চালু করার বিষয়েও তাদের বিশ্বাস একই।
“আমরা প্রথম দিন থেকেই এ প্রযুক্তির বিভিন্ন সুবিধা নেওয়ার পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার বিষয়টিও নিশ্চিত করতে চেয়েছি।”