পিএস৫-এ আসতে পারে ইন্ডিয়ানা জোনস গেইম

ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য গ্রেইট সার্কল গেইমটি বিভিন্ন প্ল্যাটফর্মে উন্মোচনের তারিখ এখনও বদলাতে পারে, কারণ মাইক্রোসফট এখনও এ বিষয়গুলো নিয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2024, 02:03 PM
Updated : 6 Feb 2024, 02:03 PM

সনির প্লেস্টেশন ৫ কনসোলে শীঘ্রই আসতে পারে বেথেসডা’র আসন্ন ইন্ডিয়ানা জোনস গেইমটি।

এদিকে, গত মাসে মাইক্রোসফটের ‘এক্সবক্স ডেভেলপার ডাইরেক্ট’ আয়োজনে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য গ্রেট সার্কল’ গেইমের প্রথম ঝলক দেখা গেলেও সে সময় নির্মাতারা বলেছিলেন, গেইমটি শুধু এক্সবক্স ও পিসি সংস্করণে আসবে।

মাইক্রোসফটের পরিকল্পনা সংশ্লিষ্ট এক সূত্র প্রযুক্তি সাইট ভার্জকে বলেছেন, গেইমটি পিএস৫-এ আনার কথা বিবেচনায় রেখেছে বেথেসডা।

কয়েকটি বাছাই করা এক্সবক্স গেইম বিভিন্ন প্ল্যাটফর্মে আনা নিয়েও নিজেদের মধ্যে আলোচনা বেড়েছে মাইক্রোসফটে। এর ফলে যেখানে কিছু গেইম টাইটেল এক্সবক্স এক্সক্লুসিভ হিসেবে থাকলেও ভবিষ্যতে গেইম সুইচ বা পিএস৫ কনসোলে খেলার সুযোগ মিলতে পারে। আর এ নতুন কৌশলের অংশ হতে যাচ্ছে ইন্ডিয়ানা জোনস গেইমটি।

বেথেসডা প্রথমে গেইমটিকে এক্সবক্স এক্সক্লুসিভ হিসেবে আনলেও এর স্থায়িত্ব বেশিদিন থাকবে না বলে ভার্জকে বলেছে ওই সূত্র। ২০২৪ সালের ডিসেম্বরে এক্সবক্স ও পিসি সংস্করণে আনার পরিকল্পনা করছে বেথেসডা, যার কয়েক মাস পরই পিএস৫-এ গেইমটি আনার লক্ষ্য নিয়েছে কোম্পানিটি।

ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য গ্রেইট সার্কল গেইমটি বিভিন্ন প্ল্যাটফর্মে উন্মোচনের তারিখ এখনও বদলাতে পারে, কারণ মাইক্রোসফট এখনও এ বিষয়গুলো নিয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি।

সাম্প্রতিক মাসগুলোয় পিএস৫ ও নিনটেনডো সুইচে এক্সবক্স এক্সক্লুসিভ গেইম আনার বিষয়টি বিবেচনা করছে মাইক্রোসফট। এক্ষেত্রে তালিকায় আছে ‘সি অফ থিভস’ ও ‘হাই-ফাই রাশ’-এর মতো গেইমগুলো। এ ছাড়া, এক্সবক্সের অন্যান্য গেইমও বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কনসোলে চালু করার উপায় খুঁজে দেখছে তারা।

ভার্জ বলছে, কয়েক সপ্তাহের মধ্যেই অন্য প্ল্যাটফর্মগুলোয় হাই-ফাই রাশ গেইমের ঘোষণা আসতে পারে।

এ সপ্তাহের শুরুতে ইঙ্গিত মিলেছে, পিএস৫ ও নিনটেনডো সুইচে প্রকাশ পেতে পারে হাই-ফাই রাশ গেইমটি। গেইমংবিষয়ক সাইট এক্সবক্সএরা’র প্রতিবেদনে উঠে এসেছে, মহাকাশ অভিযানভিত্তিক গেইম ‘স্টারফিল্ড’কে পিএস৫-এ আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। তবে, এর আগে গেইমটির ‘শ্যাটার্ড স্পেস’ সংস্করণ প্রকাশ পাবে এক্সবক্স ও পিসি’তে।