মার্ক লিপার্টের বদল চাইছে স্যামসাং। ওবামা প্রশাসনের সময় দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
Published : 08 Mar 2025, 03:52 PM
খুব শিগগিরই পদত্যাগ করতে চলেছেন স্যামসাংয়ের উত্তর আমেরিকার পাবলিক অ্যাফেয়ার্স প্রধান। এ পদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ও রিপাবলিকান পার্টির সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন একজন উত্তরসূরি খুঁজছে কোম্পানিটি।
দক্ষিণ কোরিয়ার এক সংবাদপত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডংএ ইলবো প্রতিবেদনে লিখেছে, উত্তর আমেরিকার বৈদেশিক সম্পর্ক বিষয়ক বর্তমান ব্যক্তি মার্ক লিপার্টের বদল চাইছে স্যামসাং। বারাক ওবামা প্রশাসনের সময় দক্ষিণ কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
২০২২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন তাকে নিয়োগ দিয়েছে স্যামসাং।
এ বিষয়ে স্যামসাংয়ের একজন মুখপাত্র বলেছেন, এমন অনুমানের বিষয়ে কোনোও মন্তব্য করবে না তারা।
এদিকে, রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি লিপার্ট।