মুক্তির গুজব ছড়িয়ে পড়ার পর থেকে অবশেষে গেইমারদের অপেক্ষার পালা শেষ হলো। বৃহস্পতিবার তাদের নতুন কনসোলটি উন্মোচন করেছে নিনটেনডো।
Published : 20 Jan 2025, 12:35 PM
কয়েক বছর ধরে গেইমিং খাত জুড়ে জল্পনা ছিল কোনো এক সময়ে বাজারে আসতে চলেছে গেইম কনসোল নির্মাতা জাপানী কোম্পানি নিনটেনডো’র কনসোল ‘সুইচে’র নতুন সংস্করণ সুইচ ২।
মুক্তির গুজব ছড়িয়ে পড়ার পর থেকে অবশেষে গেইমারদের অপেক্ষার পালা শেষ হলো। বৃহস্পতিবার তাদের নতুন কনসোলটি দেখিয়েছে নিনটেনডো।
সুইচ সিস্টেমের উত্তরসূরি নিনটেনডো ‘সুইচ ২’ ২০২৫ সালেই বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রচারের লক্ষ্যে বানানো নতুন এক ভিডিওতে এ কনসোলটির বড় সংস্করণ দেখিয়েছে নিনটেনডো। এর আগের মডেলের মতোই দেখতে এই নতুন সংস্করণের কনসোলটি।
ভিডিওতে দেখা গেছে, এ কনসোলটির সিস্টেমের কন্ট্রোলার বা ‘জয়-কনস’ এখন স্লাইডের পরিবর্তে মূল ইউনিটের পাশে যুক্ত রয়েছে।
সুইচের জন্য বানানো এক্সক্লুসিভ গেইমের পাশাপাশি শারীরিক ও ডিজিটাল উভয় নিনটেনডো সুইচ গেইমও নিনটেনডো সুইচ ২-তে খেলা যাবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।
কোম্পানিটি বলেছে, কিছু নিনটেনডো সুইচ গেইম নতুন কনসোল নিনটেনডো সুইচ ২-তে সমর্থিত বা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।
ঘোষণায় কনসোল বা নির্দিষ্ট প্রকাশের তারিখ সম্পর্কে তথ্য নেই। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠানটির এপ্রিল নিনটেনডো ডাইরেক্ট ইভেন্টের সময় সিস্টেমটি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। কিয়োটোভিত্তিক এই গেইম ডেভেলপার বলেছে, এটি বেশ কয়েকটি দেশে "নিনটেনডো সুইচ ২ এক্সপেরিয়েন্স" ইভেন্টও হোস্ট করবে, যেখানে খেলোয়াড়রা হাতে কলমে নতুন সিস্টেমের অভিজ্ঞতা পেতে পারেন।
জাপানের কিয়োটোভিত্তিক গেইম ডেভেলপারটি বলেছে, বেশ কয়েকটি দেশে ‘নিনটেনডো সুইচ ২ এক্সপেরিয়েন্স’ ইভেন্টও আয়োজন করবে তারা, যেখানে এই নতুন কনসোল সিস্টেমের সঙ্গে হাতে কলমে অভিজ্ঞতা পেতে পারে গেইমাররা।
লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, লন্ডন ও প্যারিসের মতো বিভিন্ন শহরে এসব ইভেন্ট এপ্রিল থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এসব ইভেন্টের টিকিট নিবন্ধন শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছে নিনটেনডো।