রাশিয়ায় গুগলের ব্যাংক হিসাব জব্দ থাকতেই লাখ ডলার জরিমানা

রাশিয়ার ব্যবহারকারীদের ডেটা দেশটির অভ্যন্তরে সংরক্ষণ করার নির্দেশ অস্বীকার করায় গুগলকে এক লাখ ৬৪ হাজার ডলার জরিমানা করেছে মস্কোর একটি আদালত।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 07:45 AM
Updated : 15 Nov 2023, 07:45 AM

দেড় বছর আগে ‘গুগল রাশিয়া’র ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে মস্কোর আদালত। এবার সেই কোম্পানিকেই দেড় লাখ ডলারের বেশি জরিমানার রায় এসেছে।

রাশিয়ার ব্যবহারকারীদের ডেটা দেশটির অভ্যন্তরে সংরক্ষণ করার নির্দেশ অস্বীকার করায় গুগলকে এক লাখ ৬৪ হাজার ডলার জরিমানা করেছে মস্কোর একটি আদালত।

কনটেন্ট, সেন্সরশিপ, ডেটা ব্যবস্থাপনা, এবং স্থানীয় অংশীদারিত্বের মতো বিষয় নিয়ে বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে রুশ সরকারের বিবাদ বহু পুরোনো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করায় সেটি আরও তীব্র আকার ধারণ করে।

ক্রেমলিন যেসব কনটেন্ট অবৈধ বলে লেবেল করেছে, সেগুলো মুছে বা সরিয়ে ফেলার চাপ ছিল গুগলের ওপর। এরই মধ্যে ইউটিউব থেকে কিছু রাশিয়ান গণমাধ্যমের চ্যানেল অপসারণ করেছে গুগল যেগুলো রাশিয়া সরকারের সমর্থপুষ্ট ছিল। ক্রেমলিনের প্রবল চাপের মুখে ছিল গুগলের রাশিয়া শাখা।

আরও পড়ুন

Also Read: গুগলকে ‘ফতুর করার মতো’ জরিমানার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

Also Read: রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গুগল

Also Read: রাশিয়ায় দেউলিয়া ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু গুগলের

রাশিয়ার সরকার কোম্পানিটির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করায় কর্মীদের বেতন ভাতা ও সরবরাহকারীদের বকেয়া পরিশোধ করতে ব্যার্থ হয়ে ২০২২ সালের গ্রীষ্মে নিজদের দেউলিয়া ঘোষণা করে এই গুগলের রুশ অংশ।

তবে, দেশটিতে টুইটার ফেইসবুকের মতো প্ল্যাটফর্ম নিষিদ্ধ হলেও, ক্রেমলিন এখন পর্যন্ত গুগলের সার্চ ইঞ্জিন এবং ইউটিউব সেবার কার্যক্রম চালু রেখেছে। 

এ বিষয়ে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিটি কোনো জবাব দেয়নি, বলেছে রয়টার্স।