মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের দ্বিতীয় মহাকাশ মিশন হতে যাচ্ছে এটি, যিনি ব্যক্তিগতভাবে এ মিশনে অর্থায়ন করেছেন।
Published : 24 Aug 2024, 12:35 PM
বিশ্বের প্রথম প্রাইভেট স্পেসওয়াকের লক্ষ্যে পরিকল্পিত এক যুগান্তকারী মিশনের তারিখ ঘোষণা করেছে ইলন মাস্ক মালিকানাধীর রকেট কোম্পানি স্পেসএক্স।
এ মিশনের আরেকটি লক্ষ্য, ৫০ বছর আগে পরিচালিত অ্যাপোলো প্রোগ্রামের পর থেকে মানুষকে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে ভ্রমণ করানো।
স্পেসএক্স বলেছে, ‘পোলারিস ডন’ নামের এ মিশনটি ‘স্পেসফ্লাইটের ভবিষ্যৎ অগ্রগতি তুলে ধরার উদ্দেশ্যে নকশা করা’, যা মূল পরিকল্পনা থেকে একদিন পিছিয়ে অর্থাৎ ২৭ অগাস্ট উৎক্ষেপণের লক্ষ্য নিয়েছে কোম্পানিটি।
“নতুন এ তারিখের সহায়তায় মিশনের দলটি আগামী সপ্তাহের উৎক্ষেপণের আগে নিজেদের ফ্লাইট পূর্ববর্তী প্রস্তুতি নেওয়ার সময় পাবে,” বুধবার এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছে স্পেসএক্স।
মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানের দ্বিতীয় মহাকাশ মিশন হতে যাচ্ছে এটি, যিনি ব্যক্তিগতভাবে এ মিশনে অর্থায়ন করেছেন। এর পাশাপাশি, চারজন যাত্রীর এ মিশনের নেতৃত্বও দেবেন তিনি, যেখানে স্পেসএক্স-এর ‘ক্রু ড্রাগন’ শ্রেণির ক্যাপসুল ‘রিজিলিয়েন্স’ ব্যবহার করে তারা পাঁচ দিন মহাকাশে ভ্রমণ করবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
আইজ্যাকম্যানের ব্যক্তিগত অর্থায়নের প্রথম মহাকাশ মিশনটি হয়েছিল ২০২১ সালে, যেখানে তিনি আরও তিনজনকে নিয়ে পৃথিবীর কক্ষপথে তিন দিন সময় কাটিয়েছিলেন। তবে, এ মিশনের কেউই এর আগে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা পাননি।
Targeting Tuesday, August 27 for launch of Polaris Dawn, the first of the @PolarisProgram’s three human spaceflight missions designed to advance the future of spaceflight pic.twitter.com/w6QF3jBLqt
— SpaceX (@SpaceX) August 21, 2024
নতুন এই মিশন আগের চেয়েও দুঃসাহসিক, যেখানে সরকারি অর্থায়ন ছাড়া মহাশূন্যে পাড়ি জমানো প্রথম নভোচারী হয়ে ওঠার লক্ষ্য নিয়েছে বেসরকারি নাগরিকদের নিয়ে গঠিত মিশনের দলটি।
“আমরা প্রস্তুতি নেওয়ার জন্য একদিন অতিরিক্ত পাওয়ার বিষয়টিকে সাদরে গ্রহণ করছি,” স্পেসএক্স পোলারিস ডন মিশন উৎক্ষেপণের তারিখ ঘোষণা করার পরপরই এক্স-এ লেখেন আইজ্যাকম্যান।
তবে, মিশনের খরচ নিয়ে স্পেসএক্স ও আর্থিক সেবাদাতা কোম্পানি ‘শিফট৪’-এর প্রতিষ্ঠাতা আইজ্যাকম্যান কেউই মুখ খোলেননি। এ বিষয়ে স্পেসএক্স-এর মন্তব্য জানতে যোগাযোগ করেছিল ইন্ডিপেন্ডেন্ট।