প্রথম ধাপ হল এমন অ্যাকাউন্ট শনাক্ত করা যেগুলো বেমানান বা অপছন্দের কনটেন্ট পোস্ট করছে। শনাক্ত করে এসব অ্যাকাউন্ট আনফলো করুন।
Published : 29 Aug 2024, 06:04 PM
নিজের ইনস্টাগ্রাম ফিডে আসা কনটেন্ট খুব একটা পছন্দ হচ্ছে না? চিন্তার কিছু নেই, এ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের ফিড নিজের পছন্দের আদলে সাজিয়ে নিতে পারবেন।
ইনস্টাগ্রাম ফিড গুছিয়ে রাখার বিষয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কয়েকটি সহজ পদক্ষেপে কাজটি করতে পারবেন।
আনফলো ফিচার
প্রথম ধাপ হল এমন অ্যাকাউন্ট শনাক্ত করা যেগুলো বেমানান বা অপছন্দের কনটেন্ট পোস্ট করছে। শনাক্ত করে এসব অ্যাকাউন্ট আনফলো করুন।
বেশিরভাগ ‘পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ পৃষ্ঠপোষকের চাহিদার ভিত্তিতে কনটেন্ট পোস্ট করে। হতে পারে কোনো অ্যাকাউন্ট এমন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে, যাতে ব্যবহারকারীর আগ্রহ নেই। এসব ক্ষেত্রে অ্যাকাউন্ট আনফলো করে দেওয়াই অনেকের জন্য ভালো সিদ্ধান্ত।
আনফলো করতে অ্যাকাউন্টের নামের ওপর চাপুন, এরপর প্রোফাইলের ‘ফলোয়িং’ অপশনের ওপর চেপে ‘আনফলো’ বেছে নিন।
বিজ্ঞাপন লুকিয়ে ফেলুন
ব্যবহারকারী অনলাইনে কী অনুসন্ধান করছেন তার ওপর নির্ভর করেই ইনস্টাগ্রাম বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেখায়। তবে, অনেকেই দেখতে চান না এমন বিজ্ঞাপনও নিজের ফিডে দেখেন। এমন হলে, ইনস্টাগ্রামকে বোঝাতে পারেন এমন ধাঁচের বিজ্ঞাপনে আগ্রহী নন। এভাবেই প্ল্যাটফর্মের অ্যালগরিদমকে প্রশিক্ষণ দিতে পারেন।
এটি করতে, যে অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে তার নামের পাশে থ্রি ডট আইকনে চাপুন। পপ-আপ মেনু থেকে ‘হাইড অ্যাড’ অপশনটি বেছে নিন। এরপর কেন বিজ্ঞাপন দেখতে চান না তার একটি কারণ বেছে নিন।
অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ বাড়ান
ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাকাউন্ট ফলো করে থাকলে, এমন হতে পারে যে পোস্ট দেখতে চাচ্ছেন সেটি অন্য অ্যাকাউন্টে পোস্টের কারণে নিচে চলে যাচ্ছে।
এ ক্ষেত্রে, নির্দিষ্ট অ্যাকাউন্টের কনটেন্ট অগ্রাধিকার দেওয়ার জন্য ইনস্টাগ্রাম অ্যালগরিদমকে প্রশিক্ষণ দিতে হবে। যেসব অ্যাকাউন্টের পোস্ট ভালো লাগে, সেখানে লাইক দিয়ে, কমেন্ট করে খুব সহজেই এটি করতে পারবেন।
কয়েকদিন এমন করলেই ইনস্টাগ্রামের অ্যালগরিদম বুঝে যাবে ব্যবহারকারী কোন অ্যাকাউন্টের পোস্টে অগ্রাধিকার দিচ্ছেন, ফলে সে ধরনের কনটেন্টই বেশি সামনে আসবে।
পছন্দের অ্যাকাউন্ট বেছে নিন
বিভিন্ন অ্যকাউন্টের সঙ্গে সংযোগ বাড়ানোর পাশাপাশি কিছু অ্যাকাউন্ট নিজের প্রিয় হিসেবে বেছে নিতে পারেন। এটি করলে এসব অ্যাকাউন্টের সব পোস্ট, অন্যান্য পোস্টের আগে ফিডে দেখবেন।
এটি করার জন্য অ্যাকাউন্টের নামের পাশের থ্রি ডট আইকনে চাপুন এবং পপ-আপ মেনু থেকে ‘অ্যাড টু ফেভারিটস’ অপশনটি বেছে নিন।
সাজেস্টেড কনটেন্ট সেটিংস
ইনস্টাগ্রাম অনেক সময় এমন অ্যাকাউন্টের কনটেন্ট দেখায় যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারী অনুসরণই করেন না। ব্যবহারকারীরা অনুসরণ করতে পারেন বা আগ্রহী হতে পারেন এমন অ্যাকাউন্ট সামনে আনার লক্ষ্যেই এটি করা হয়।
কেউ চাইলে নির্দিষ্ট ধরনের অ্যাকাউন্ট বা পোস্টের সাজেশন কমাতে পারেন। এরজন্য সাজেস্টেড কনটেন্ট সেটিংস পরিবর্তন করতে হবে। এটি করার জন্য নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে যান, ওপরে ডান কোণায় তিনটি অনুভূমিক রেখায় চাপুন। সেখান থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান। এরপর ‘সাজেস্টেড কনটেন্ট’ অপশনটি বেছে নিন।
এ বিভাগে বিভিন্ন ধরনের অপশন পাবেন, যেমন কেউ যদি নির্দিষ্ট শিব্দ বা বাক্যাংশ রয়েছে এমন পোস্ট এড়িয়ে যেতে চান তবে ‘স্পেফিসিক ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস’ অপশনটি বেছে নিন। সার্চ বারে ওই নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ লিখে ‘ডান’ অপশনে চাপুন।
একইভাবে কেউ রাজনৈতিক কনটেন্ট এড়িয়ে যেতে চাইলে, ‘পলিটিকাল কনটেন্ট’ অপশনটি বেছে নিয়ে লিমিট বা সীমিত করুন।
এ ছাড়া, কেউ এনএসএফডব্লিউ বা নট সেইফ ফর ওয়ার্ক ধাঁচের কনটেন্ট না দেখতে চাইলে, ‘সেন্সিটিভ কনটেন্ট’ অপশন বেছে নিয়ে ‘লেস’ অপশনে চাপুন।
অপছন্দের পোস্ট সামনে না আসার শতভাগ নিশ্চয়তা না থাকলেও প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুব সহজেই ইনস্টাগ্রাম ফিড অনেকটাই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন।