স্টোরেজ কানায় কানায় পূর্ণ হলে নতুন কনটেন্ট ডাউনলোড বা মিডিয়া, যেমন ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে বাধা আসতে পারে।
Published : 17 Aug 2024, 04:34 PM
আইফোনের স্টোরেজ সাফ করা ডিভাইসের কর্মক্ষমতা বাড়াতে পারে। পাশাপাশি, সারাক্ষণ ‘স্টোরেজ ফুল’ নোটিফিকেশনের জ্বালাতন থেকেও বাঁচাতে পারে।
আইফোনের স্টোরেজ সময়ের সঙ্গে ভরে ওঠা স্বাভাবিক। তবে, স্টোরেজ কানায় কানায় পূর্ণ হলে নতুন কনটেন্ট ডাউনলোড করার পাশাপাশি ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে বাধা আসতে পারে। স্টোরেজ পরিষ্কার রাখার বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
দরকারি তথ্য হারিয়ে ফেলার ভয় থাকলে, পদ্ধতিটি শুরু করার আগে আইক্লাউড-এ আইফোনের ব্যাকআপ রাখা নিরাপদ।
১. স্টোরেজ রিকমেনডেশন দেখুন
প্রথমেই আইফোনের সেটিংস অপশনে যান, সেখান থেকে জেনারেল-এর ওপর চাপুন। পরের স্ক্রিনে ‘আইফোন স্টোরেজ’ অপশনটি বেছে নিন। এবারে রং-এর মাধ্যমে ডিভাইসের স্টোরেজের বিস্তারিত দেখতে পাবেন।
এর ঠিক নিচে, স্টোরেজ খালি করার জন্য রিকমেন্ডেশন দেখতে পাবেন। সেটি সিলেক্ট করুন এবং যে যে মিডিয়া বা কনটেন্ট প্রয়োজন নেই সেগুলো মুছে ফেলুন।
২. অ্যাপ ডিলিট করুন
ওপরের একই ধাপগুলো অনুসরণ করে ‘আইফোন স্টোরেজ’ অপশনে যান ও দেখুন ফোনের অ্যাপ কতটুকু স্টোরেজ দখল করছে।
যে অ্যাপটি ডিলিট করতে চান সেটি বেছে নিয়ে নিচে ‘ডিলিট অ্যাপ’ অপশনটি চাপুন।
এ ছাড়া, কেউ অ্যাপের বিভিন্ন ফাইল ও ডেটা ফোনে রেখে, অতিরিক্ত স্টোরেজের জন্য অ্যাপটি সরিয়ে ফেলতে চাইলে ‘অফলোড অ্যাপ’ অপশনে চাপুন।
৩. মিউজিক ডিলিট করুন
মিউজিক ডিলিট করার জন্য, একইভাবে আইফোন স্টোরেজ-এ গিয়ে, অ্যাপস-এর পরিবর্তে মিউজিক অপশনটি বেছে নিন। এরপরে, ‘এডিট’ অপশনে চাপলে, বিভিন্ন গান/শিল্পীর তালিকা আসবে, যার পাশে লাল রঙের মাইনাস চিহ্ন থাকবে।
যেসব গান মুছে ফেলতে চান তার পাশের লাল আইকনে চেপে ‘ডিলিট’ অপশন বেছে নিন।
এ ছাড়া, সরাসরি ‘মিউজিক অ্যাপ’ থেকেও এগুলো ডিলিট করতে পারবেন। অ্যাপে গিয়ে গান অথবা অ্যালবাম তালিকায় যান। যেটি মুছে ফেলতে চান তার ওপর চেপে ধরে রাখুন, এরপর ‘ডিলিট ফ্রম লাইব্রেরি’ অপশনটি বেছে নিন।
৪. মেসেজ ডিলিট করুন
মেসেজ অ্যাপটি ওপেন করে যে মেসেজ বিভাগ ডিলিট করতে চান সেটি বেছে নিন। স্ক্রিনের ওপর দিকে ডান কোণায় থ্রি ডট আইকনে চাপুন ও ‘সিলেক্ট মেসেজেস’ অপশনটি বেছে নিন। ডিলিট করতে চান এমন মেসেজ বেছে নিয়ে, নিচের ডান কোণায় ‘ডিলিট’ অপশনে চাপুন।
একসঙ্গে সব মেসেজ ডিলিট করার জন্য, ওপরের একই ধাপ অনুসরণ করুন। শুধু সিলেক্ট মেসেজেস অপশন বেছে নেওয়ার পরে, স্ক্রিনের ওপরে বাম দিকে ‘সিলেক্ট অল’ অপশন বেছে নিন, এরপর ‘ডিলিট অল’ অপশনে যান।
এ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করতে, সেটিংস থেকে মেসেজেস অপশনে যান। নিচে স্ক্রল করে ‘কিপ মেসেজেস’ অপশনটি বেছে নিন। এটি ‘মেসেজ হিস্ট্রি’ অপশনের নিচে থাকবে। ডিভাইসের বার্তা বা মেসেজ কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান এর তিনটি অপশন পাবেন, ৩০ দিন, এক বছর বা সবসময়। ৩০ দিন বেছে নিলে, প্রতি মাসে মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
৫. সাফারি কেইস ও হিস্ট্রি মুছে ফেলুন
সেটিংস অপশনে গিয়ে সাফারি বেছে নিন। সাফারির মেনুতে প্রবেশ করে, ‘ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়েবসাইট ডেটা’ অপশনে যান। এরপরে কিছু অতিরিক্ত অপশন সামনে আসবে, যেমন হিস্ট্রি মুছে ফেলার টাইমলাইন। প্রয়োজন অনুসারে সময়সীমা বেছে নিয়ে, ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশনে চাপুন।
৬. মিডিয়া ফাইল আইক্লাউডে ব্যাকআপ করুন
আইক্লাউডে ছবি ও ভিডিওর ব্যাকআপ রাখলে দীর্ঘমেয়াদে প্রচুর স্টোরেজ বাঁচবে৷
এ ছাড়া, মিডিয়া স্টোরেজ অপ্টিমাইজ করতে সেটিংস অপশনে যান, নিজের নামের ওপরে চাপুন। আইক্লাউড অপশনটি বেছে নিয়ে, ‘ফটোজ’ অপশনে চাপুন। ‘অপ্টিমাইজ আইফোন স্টোরেজ’ অপশনটি বেছে নিন। এটি নিশ্চিত করবে, জায়গা বাচানোর জন্য ডিভাইসটি বিভিন্ন কনটেন্ট-এর ছোট সংস্করণ স্টোর করবে।
এমন সহজ ধাপগুলো অনুসরণ করে খালি করে নিতে পারেন আইফোনের স্টোরেজ।