ডকসে একটি বা একাধিক পৃষ্ঠা মুছে ফেলার সবচেয়ে সহজ উপায় হল, পৃষ্ঠার লেখা হাইলাইট করে কিবোর্ডের ব্যাকস্পেস অথবা ডিলিট বোতামে চাপ দেওয়া।
Published : 05 Jul 2024, 04:05 PM
বিভিন্ন কাজে ও অ্যাসাইনমেন্টে লেখালিখি করতে অথবা সম্পাদনা করতে গুগল ডকস ব্যবহার করা হয়। এ ওয়ার্ড প্রসেসর প্রায় সব ধরনের ডিভাইসেই কাজ করে।
একটি লেখা টাইপ করার সঙ্গে সঙ্গে গুগল ডকস স্বয়ংক্রিয়ভাবেই নতুন পৃষ্ঠা যোগ করে। তবে, অনেক সময় সম্পাদনা করার জন্য বা ভুল ঠিক করার জন্য একটি পৃষ্ঠা মুছে ফেলতে হতে পারে।
ডকসে একটি বা একাধিক পৃষ্ঠা মুছে ফেলার সবচেয়ে সহজ উপায় হল, পৃষ্ঠার লেখা হাইলাইট করে কিবোর্ডের ব্যাকস্পেস অথবা ডিলিট বোতামে চাপ দেওয়া। কোনও পৃষ্ঠায় লেখা না থাকলেও ডিলিট না হলে এটি লুকানো পেইজ ব্রেকের কারণে হতে পারে।
পেইজ ব্রেক হল এমন এক ফিচার যার মাধ্যমে কোনো পৃষ্ঠার মধ্যখান থেকে একটি নতুন পৃষ্ঠা শুরু করা যায়।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুগল ডকসের একটি পৃষ্ঠা মুছে ফেলবেন।
ব্রাউজার থেকে
১. প্রথমে ব্রাউজার গুগল ডকসে যান ও ‘ফাইল’ অপশন থেকে ‘পেইজ সেটআপ’-এ ক্লিক করুন।
২. এরপরে ‘পেইজেস’ অপশনে ক্লিক করুন, এতে নথির সব পেইজব্রেক দেখা যাবে। এরপর ‘ওকে’ ট্যাপ করুন।
৩. একটি পৃষ্ঠার প্রথম শব্দের ওপরে মাউস কারসর ধরুন।
৪. ক্লিক করে মাউসের কারসরটি টেনে পৃষ্ঠার শেষ শব্দে নিয়ে যান। একাধিক পৃষ্ঠা মুছে ফেলতে, পরের পৃষ্ঠার শেষ শব্দটি পর্যন্ত হাইলাইট করুন।
৫. কিবোর্ড থেকে ‘ব্যাকস্পেস’ বা ‘ডিলিট’ বোতাম চাপ দিন।
অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থেকে
১. গুগল ডকস অ্যাপটি চালু করুন।
২. ‘পেন’ চিহ্নে ক্লিক করে এডিট মোড চালু করুন।
৩. থ্রি ডট আইকনে চাপ দিন।
৪. পেইজ সেটআপ অপশনটি বেছে নিন।
৫. পেইজ ভিউ পরিবর্তনের জন্য টগল বোতামে চাপ দিন।
৬. আবার নথিতে ফিরে গিয়ে থ্রি-ডট চিহ্নে চাপ দিন।
৭. পেইজ মোডে নথিটি দেখতে প্রিন্ট লেআউট অপশনটি বেছে নিন।
৮. একটি পৃষ্ঠার প্রথম শব্দটি চাপ দিয়ে ধরে রাখুন ও পৃষ্ঠার শেষ শব্দ পর্যন্ত হাইলাইট করুন।
৯. কিবোর্ডের ব্যাকস্পেস বোতামে চাপ দিয়ে পেইজটি ডিলিট করে ফেলুন।
পেইজ ব্রেক ব্যবহার করে পৃষ্ঠা ডিলিট করার নিয়ম
ডকস অ্যাপের পেইজেস ভিউ থেকে পেইজ ব্রেক যোগ করলে একটি খালি পৃষ্ঠা নথিতে যোগ হবে। পেইজলেস ভিউ থেকে পেইজ ব্রেক ব্যবহার করা যাবে না। তবে, পেইজেস ভিউ থেকে পেইজ ব্রেক যোগ করে পেইজলেস মোডে গেলে একটি ‘ডটেড লাইন’-এর মাধ্যমে পেইজ ব্রেক নির্দেশ করবে। মোবাইল অ্যাপের একটি ডটেড লাইন বা দাগের মাধ্যমে পেইজ ব্রেক দেখানো হয়।
কম্পিউটার থেকে পেইজ ব্রেক ডিলিট করার জন্য ডকস অ্যাপের পেইজেস ভিউতে যান। পেইজ ব্রেকের পরে পৃষ্ঠার প্রথম শব্দের শেষে মাউস কারসর নিন ও ক্লিক করুন। যদি পরের পেইজ খালি থাকে, সেটিতে ক্লিক করুন। এরপরে কিবোর্ডের ব্যাকস্পেস অথবা ডিলিট অপশনে ক্লিক করলেই পেইজ ব্রেক মুছে যাবে।
অ্যান্ড্রয়েড থেকে পেইজ ব্রেক ডিলিট করার জন্য, প্রেইজ ব্রেকের পাশে অথবা নিচে চাপ দিন। এরপর কিবোর্ডের ব্যাকস্পেস বোতামে ক্লিক করেই পেইজ ব্রেক মুছে ফেলতে পারবেন।