অ্যাপল মার্চ মাসে এক অনুষ্ঠান আয়োজন করে নতুন আইপ্যাড এয়ার, আইফোন এসই এবং নতুন ম্যাকবুক দেখাবে, প্রযুক্তি বাজারে এমন গুজব শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। এবার সেই গুজবের সত্যতা ‘আংশিক’ নিশ্চিত করেছে অ্যাপল; ৮ মার্চ অনুষ্ঠিত হবে অ্যাপলের ‘পিক পারফর্মেন্স’ আয়োজন।
Published : 03 Mar 2022, 06:54 PM
অ্যাপল নতুন আয়োজনের ঘোষণা দিয়েছে বুধবার। প্রতিষ্ঠানটি অনলাইনে স্ট্রিম করবে পুরো অনুষ্ঠান।
নতুন আয়োজনে কোন কোন পণ্য দেখাবে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি অ্যাপল। তবে, বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের সংবাদ কর্মী মার্ক গারম্যান বলছেন, সাশ্রয়ী দামের নতুন আইফোন এসই এবং নতুন আইপ্যাড এয়ার আছে অ্যাপলের ঝোলায়।
অ্যাপল শেষবার আইপ্যাড এয়ার লাইনআপ আপডেট করেছিল এক বছরেরও বেশি সময় আগে।
এ ছাড়াও বাজারের চলতি গুজবগুলোতে উঠে এসেছে অ্যাপলের ম্যাকবুক লাইনআপের কথাও। বলা হচ্ছে, নতুন সিলিকন চিপওয়ালা ম্যাকবুক এয়ার, ১৩-ইঞ্চির ম্যাকবুক প্রো, ইনটেল নির্ভর ব্যয়বহুল ম্যাক মিনি, ২৭-ইঞ্চির আইম্যাক এবং ইনটেল চিপ নির্ভর ম্যাক প্রো দেখাতে পারে অ্যাপল।
এ ছাড়াও জোর গুজব রটেছে, সাশ্রয়ী দামের ৫জি সক্ষমতার নতুন আইফোন এসই উন্মোচন করবে অ্যাপল।
তবে, অনুষ্ঠানের শিরোনাম ‘পিক পারফর্মেন্স’ হওয়ায়, এটি নতুন ম্যাক উন্মোচনের পরিষ্কার ইঙ্গিত বলে ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা। অন্যদিকে, ডিভাইসগুলো অ্যাপলের এম২ চিপ নির্ভর হবে নাকি এম১প্রো/ম্যাক্স নির্ভর ডিভাইস হবে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্যও এখনো মেলেনি।
আগের বছরগুলোতে বসন্তের আয়োজনে প্রযুক্তি সেবাকেন্দ্রীক ঘোষণা দিয়েছে অ্যাপল। এর মধ্যে আইক্লাউড সেবায় বিনা খরচের স্টোরেজ সেবা ৫জিবিতে বৃদ্ধির প্রত্যাশা করছে আর্স টেকনিকা। তবে, আইক্লাউড বাদে আরো নানা প্রযুক্তি সেবা রয়েছে অ্যাপলের। তার যে কোনোটির ওপর গুরুত্ব দিতে পারে প্রতিষ্ঠানটি।