নিজেদের প্রথম স্মার্টগ্লাস উন্মোচন করেছে ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2021 05:07 PM BdST Updated: 10 Sep 2021 05:07 PM BdST
-
ছবি: ফেইসবুক
-
ছবি: ফেইসবুক
ব্যবহারকারীরা নিজের দৃষ্টি দিয়ে যা দেখেন, সেটা ভিডিও ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দী করা আরও সহজ করতে চায় ফেইসবুক। তাই এবার চশমা নির্মাতা প্রতিষ্ঠান রে-ব্যানের সঙ্গে জোট বেঁধে নতুন স্মার্টগ্লাস বানিয়েছে সোশাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ফেইসবুক ‘রে-ব্যান স্টোরিস’ নামের নতুন স্মার্টগ্লাস উন্মোচন করেছে বৃহস্পতিবার। এর মাধ্যমে স্মার্টগ্লাস প্রযুক্তির বাজারে যোগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় নাম লেখালো ফেইসবুক।
রয়টার্স জানিয়েছে, ছবি ও ছোট ছোট ভিডিও ধারণ করা যাবে ফেইসবুকের স্মার্টগ্লাস দিয়ে। ওই ছবি আর ভিডিও সরাসরি হোয়াটসঅ্যাপ, ফেইসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন ব্যবহারকারী।
পাশাপাশি ডিভাইসটির মাধ্যমে গান ও পডকাস্ট শোনা যাবে, ফোনের কল ধরার ফিচারও আছে এতে।
ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যে ভবিষ্যতের ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির উপর জোর দিচ্ছেন, ‘রে-ব্যান স্টোরিস’ উপলক্ষ্যে ফেইসবুকের নির্মিত ভিডিওতে তার পরিষ্কার ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে রয়টার্স।
“রে-ব্যান স্টোরিজ এমন একটি ভবিষ্যতের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে মোবাইল ফোন আর আমাদের জীবনের কেন্দ্রবিন্দু নয় এবং ডিভাইস আর আমাদের পারিপার্শিক জগৎ, এই দুইয়ের মধ্যে একটি বেছে নিতে হবে না আমাদের”।

ছবি: ফেইসবুক
২০১৩ সালে ‘গুগল গ্লাস’ উন্মোচন করে প্রযুক্তি বাজারে আলোড়ন ফেলে দিয়েছিলো গুগল। ডিভাইসটির ভিডিও-রেকর্ডিং ফ্রেম নিয়ে ব্যবহারকারীরা এতোটাই আশাহত ছিলেন যে অনেকেই একে ‘গ্লাসহোলস’ বলে আখ্যা দিয়েছিলেন। ২০১৫ সালে পণ্যটির উৎপাদন বন্ধ করে দেয় গুগল।
গুগলের অতীত বিড়ম্বনা থেকে শিক্ষা নিয়ে ফেইসবুক রে-ব্যানের সঙ্গে জোট বেঁধেছে বলে জানিয়েছে রয়টার্স। আর প্রাইভেসি প্রশ্ন এড়াতে স্মার্টগ্লাসগুলোতে যোগ করা হয়েছে ভিডিও রেকর্ডিংয়ের সময় এলইডি লাইট জ্বলে ওঠার ফিচার।
প্রাইভেসি প্রশ্নে ফেইসবুক সমালোচনার মুখে পড়ছে অনেকটা নিয়মিতভাবে। তবে রে-ব্যান স্টোরিসের ক্ষেত্রে ক্রেতার অনুমতি ছাড়া তার মিডিয়া অ্যাক্সেস করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২৯৯ ডলার দামের স্মার্টগ্লাস ব্যবহারের অভিজ্ঞতা বিজ্ঞাপনমুক্ত হবে বলেও জানিয়েছে ফেইসবুক।
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
-
হ্যাকারদের সঙ্গে যুদ্ধ চলছে: কোস্টা রিকার প্রেসিডেন্ট
-
রাশিয়ায় নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে গুগল
-
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চীনে বিটকয়েন মাইনিং চলছেই
-
মেটাভার্সে বিশাল বিপ্লবের জন্য ‘তৈরি হচ্ছে’ সনি
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট