ওসি জানান, সকালে নজরুল ইসলাম মোটরসাইকেলে তার দুই সন্তানকে নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জের স্কুলে যাচ্ছিলেন।
Published : 23 Apr 2025, 03:53 PM
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাবার মোটরসাইকেলে চড়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক শিশু।
বুধবার সকাল ১০টায় দেবীগঞ্জ পৌরসভার এলএসডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা।
নিহত ছয় বছর বয়সী জিদান দেবীগঞ্জ নর্থ স্টার রেসিডেন্সিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম নজরুল ইসলাম। তাদের বাড়ি উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকায়।
দুর্ঘটনার জিদানের বাবা নজরুল, জিদানের বড় বোন এবং মাহেন্দ্রটির চালকের সহকারী গুরুতর আহত হয়েছে। তাদেরকে আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, নজরুল ইসলাম সকালে মোটরসাইকেলে তার দুই সন্তানকে নিয়ে দেবীগঞ্জের স্কুলে যাচ্ছিলেন। তারা এলএসডি মোড়ে পৌঁছালে দেবীগঞ্জ চৌরাস্তা থেকে দ্রুতগতিতে আসা একটি মহেন্দ্র ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পাকা রাস্তায় পড়ে গুরতর আহত হন। সংঘর্ষের পর ইটবাহী মহেন্দ্র ট্রাক্টরটি উল্টে গেলে তার চালকের সহকারী আহত হন। তবে পালিয়ে গেছেন মাহেন্দ্রটির চালক।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তুলসী রানী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় চার জনকে মেডিকেলে আনা হয়। এর মধ্যে একজন মৃত অবস্থায় আনা হয়। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
ওসি সোয়েল রানা বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। নিহত জিদানের মৃতদেহ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।