এবার কর্মীদের ল্যাপটপে জুম নিষিদ্ধ করলো গুগল

নিরাপত্তা শঙ্কায় বুধবার কর্মীদের ল্যাপটপে ভিডিও কনফারেন্সিং সেবা জুম নিষিদ্ধ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 08:52 AM
Updated : 9 April 2020, 08:52 AM

গুগলের মুখপাত্র হোসে কাসতানেদা বলেন, “সম্প্রতি আমাদের নিরাপত্তা দল জানিয়েছে যে, কর্মীরা জুম ডেস্কটপ ক্লায়েন্ট ব্যবহার করছেন। এটি এখন আর বাণিজ্যিক কম্পিউটারে চলবে না, কারণ এতে আমাদের কর্মীদের ব্যবহার করা অ্যাপগুলোর মতো নিরাপত্তা মান নেই।”

ডেস্কটপ অ্যাপ নিষিদ্ধ করলেও মোবাইল অ্যাপ এবং ব্রাউজারে এখনও জুম ব্যবহারের অনুমতি দিচ্ছে গুগল-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন না থাকায় এবং ‘জুমবম্বিংয়ের’ কারণে বিশ্বজুড়েই সমালোচনার মধ্যে রয়েছে ভিডিও কনফারেন্সিং এই সেবা। ত্রুটির কারণে আমন্ত্রিত নন এমন গ্রাহকও সভায় ঢুকে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

অ্যাপটি গ্রাহকের ডেটা তার অজান্তে ফেইসবুককে পাঠাচ্ছে বলেও দাবি করা হয়েছে। গোপনতা এবং ত্রুটির কারণে ইতোমধ্যে মামলার কবলেও পড়েছে জুম।

এর আগে নিরাপত্তা শঙ্কায় অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করেছে মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সও।

আরও খবর-