দুই মাসে প্রায় ১০ কোটি আয় ডিজনি প্লাসের!

উন্মোচনের পর দুই মাসে প্রায় ১০ কোটি মার্কিন ডলার আয় করেছে ভিডিও স্ট্রিমিং সেবা ডিজনি প্লাস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 04:22 PM
Updated : 15 Jan 2020, 04:22 PM

এই দুই মাসে মোবাইল প্ল্যাটফর্মে অ্যাপটি ডাউনলোড করা হয়েছে প্রায় চার কোটি ১০ লাখ। আর এতে গ্রাহক খরচ করেছেন নয় কোটি ৭২ লাখ মার্কিন ডলার-- খবর আইএএনএস-এর।

দ্বিতীয় মাসে ভিডিও স্ট্রিমিং সেবাটি থেকে ডিজনির আয় হয়েছে চার কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। প্রথম মাসে এতে আয় হয়েছিলো পাঁচ কোটি ৩৩ লাখ ডলার, জানিয়েছে বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার।

শুরুর ৬০ দিনে ডিজনি প্লাসের প্রতিদ্বন্দ্বী এইচবিও নাও-এর আয় হয়েছিলো দুই কোটি ৩৭ লাখ ডলার। সেবাটির সবচেয়ে জনপ্রিয় টিভি শো ‘গেইম অফ থ্রোনস’ এর নতুন সিজনও উন্মোচন করা হয়েছিলো তখন। অন্যদিকে আরেক ভিডিও স্ট্রিমিং সেবা শোটাইমের প্রথম ৬০ দিনের আয় ছিলো ১২ লাখ ডলার।

ডাউনলোডের দিক থেকে দ্বিতীয় মাসে ডিজনি প্লাস ডাউনলোড হয়েছে এক কোটি ৩৫ লাখ, যা অ্যাপটির মোট ডাউনলোডের ৩৩ শতাংশ।

শুরুতে প্রতিদ্বন্দ্বী ভিডিও স্ট্রিমিং সেবাগুলো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হলেও ডিজনি প্লাস চালু করা হয়েছে পাঁচটি দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং নেদারল্যান্ডসে।