নিরাপত্তা দুর্বল মার্কিন অস্ত্র ব্যবস্থার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2018 04:44 PM BdST Updated: 12 Oct 2018 04:44 PM BdST
দুর্বল নিরাপত্তার কারণে সহজেই হ্যাকিংয়ের শিকার হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ব্যবস্থা।
দেশটির গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস (জিএও)-এর চালানো অনুসন্ধানে উঠে এসেছে সাধারণ টুলের মাধ্যমে সহজেই হ্যাকিং করা যেতে পারে অস্ত্র ব্যবস্থায়।
‘মিশন-ক্রিটিকাল’ নামের এই অনুসন্ধানে পাওয়া গেছে ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে পরীক্ষা করা প্রায় সব অস্ত্র ব্যবস্থার সাইবার নিরাপত্তায় দুর্বলতা রয়েছে-- খবর বিবিসি’র।
বিষয়টি নিয়ে ৫০ পাতার প্রতিবেদন প্রকাশ করেছে সিনেট আর্মড সার্ভিসেস কমিটি। প্রতিবেদনে বলা হয়, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নতুন এফ-৩৫ যুদ্ধবিমান এবং মিসাইল ব্যবস্থাও রয়েছে।
প্রতিবেদনের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি পেন্টাগন কর্মকর্তারা।
প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে-
- একের বেশি অস্ত্র ব্যবস্থার ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করেনি পেন্টাগন। আর পরিবর্তন করা একটি পাসওয়ার্ড অনুমান করা গেছে নয় সেকেন্ডে।
- জিএও’র নিয়োগ দেওয়া একটি দল সহজেই একটি অস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে পেরেছে এবং অপারেটররা হ্যাকারদেরকে সাড়া দিলে তা রিয়েল টাইমে দেখতে পারেন।
- দুই সদস্যের আরেকটি দল মাত্র এক ঘন্টায় একটি অস্ত্র ব্যবস্থার প্রাথমিক নিয়ন্ত্রণ নিয়েছেন এবং এক দিনে পুরো নিয়ন্ত্রণ নিতে পেরেছেন।
- পরীক্ষামূলক অনেকগুলো দল ব্যবস্থার ডেটা নকল, পরিবর্তন বা মুছে ফেলতে সক্ষম হয়েছেন। এর মধ্যে একটি দল ১০০ গিগাবাইট তথ্য ডাউনলোডও করেছে।
এ বিষয়ে পেন টেস্ট পার্টনারস-এর নিরাপত্তা বিশেষজ্ঞ কেন মুনরো বলেন, বিষয়গুলোতে তিনি “একেবারেই অবাক হননি।”
“একটি অস্ত্র ব্যবস্থা বানাতে অনেক সময় লাগে, প্রায়ই পুরানো ব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ফলে যন্ত্রাংশ এবং সফটওয়্যার অনেক পুরানো ও দুর্বল কোডের ওপর তৈরি হতে পারে।”
মুনরো আরও বলেন, “কোনো ব্যবস্থা চালু হওয়ার পর ডেভেলপাররা প্রায়ই এটির নিরাপত্তা জোরদার করার বিষয়টি এড়িয়ে যান। তাদের তত্ত্ব হলো, এটি কাজ করছে, তাই এতে গোলযোগ করার কোনো দরকার নেই।”
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
-
কান্নার নতুন ফিল্টার অ্যাম্বার হার্ডকে নিয়ে নয়: স্ন্যাপচ্যাট
-
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ
-
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগরাওয়াল
-
উৎক্ষেপণ রেকর্ড আবার ভাঙতে যাচ্ছে স্পেসএক্স
-
জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা