ফেইসবুক গ্রুপে সাবস্ক্রিপশিন ফি ব্যবস্থা চালু করছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।
Published : 21 Jun 2018, 03:44 PM
নির্দিষ্ট কিছু গ্রুপের অ্যাডমিনরা এক্সক্লুসিভ মেম্বারশিপের জন্য মাসিক ৪.৯৯ থেকে ২৯.৯৯ মার্কিন ডলার চার্জ নিতে পারবেন বলে বুধবার এক ব্লগ পোস্টে জানিয়েছে ফেইসবুক। সন্তান লালন পালন, রান্না এবং বাড়ি পরিষ্কারের গ্রুপগুলো প্রথমে এই সুযোগ পাবে, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে।
আপাতত বিনামূল্যের গ্রুপগুলো আগের মতোই থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু শীঘ্রই প্রিমিয়াম সাব-গ্রুপ চালু করতে পারবে তারা। যেমন, লাইফস্টাইল ব্লগার সারাহ মুলারের ডেক্লাটার মাই হোম গ্রুপ চালু করতে যাচ্ছে অর্গানাইজ মাই হোম গ্রুপ যেখানে যোগ দিতে গুণতে হবে মাসিক ১৪.৯৯ মার্কিন ডলার। আর কলেজ অ্যাডমিশনস গ্রুপ তৈরি করতে যাচ্ছে গ্রোন অ্যান্ড ফ্লোন গ্রুপ, যার মাসিক চার্জ বলা হয়েছে ২৯.৯৯ ডলার।
আগে কখনই কোনো মূল্য ব্যবস্থা ছিল না ফেইসবুক গ্রুপগুলোতে। কিন্তু এবার এতে সদস্য হওয়ার ক্ষেত্রে মাসিক ফি চালু করায় গ্রাহকদের কাছে বিষয়টি হয়তো আরও বিশেষ কিছু মনে হবে। অন্যদিকে মূল্যের কারণে অনেক গ্রাহক গ্রুপ থেকে চলেও যেতে পারেন।
ফেইসবুক জানায়, এই ফিচারটি গ্রুপ অ্যাডমিনদের জন্য যারা তাদের সমাজ বাড়াতে অনেক সময় এবং শ্রম দিয়ে থাকেন, একই সঙ্গে তারা অর্থ উপার্জন করতে পারেন। প্রতিষ্ঠানটি আরও জানায় এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে তারা গ্রুপের জন্য উচ্চ-মানের উপাদানও তৈরি করতে পারবেন, হতে পারে আরও পোস্ট, ভিডিও বা অফলাইন সাক্ষাৎ এবং ইভেন্ট।
আপাতত শুধু মোবাইলে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালানো হচ্ছে এবং নিবন্ধন ফি থেকে কোনো অংশ নেবে না ফেইসবুক।