২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-এর প্রচারণায় কেমব্রিজ অ্যানালিটিকা ফেইসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর ডেটা অপব্যবহার করেছে, এমন অভিযোগ উঠার পর থেকেই ডেটা প্রাইভেসি নিয়ে জন্ম নিয়েছে নতুন উদ্বেগ। এই ডেটা মুছে ফেলতে কেমব্রিজ অ্যানালিটিকাকে বলা হয়েছিল বলে দাবি ফেইসবুকের।
ফেইসবুক বলার পর ওই ডেটা মুছে ফলা হয় আর তা অপব্যবহার করা হয়নি বলে দাবি করে কেমব্রিজ অ্যানালিটিকা। তবে, ডোনাল্ড ট্রাম্প-এর প্রচারণায় কেমব্রিজ অ্যানালিটিকার ব্যবহার করা একটি অংশ এখনও বাইরে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ৪ নিউজ। এই অংশে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ১,৩৬,০০০ জন ব্যক্তির বিস্তারিত তথ্য রয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিস্তারিত ডেটার মধ্যে “প্রতি ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কিত আর মনস্তাত্ত্বিক তথ্য রয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, “২০১৪ সালের তারিখ দেওয়া এই ডেটা কেমব্রিজ অ্যানালিটিকা তাদের কাছে সবচেয়ে সক্ষম এমন অধিবাসীদের নির্দিষ্ট বার্তা দেওয়ার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।”