সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশন সংবাদ প্রচার করতে ব্লুমবার্গ মিডিয়া’র সঙ্গে অংশীদারিত্ব এসেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।
Published : 01 May 2017, 06:56 PM
রোববার ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, দিনব্যাপী ব্লুমবার্গ মিডিয়া’র সংবাদ স্ট্রিম করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার।
সংবাদ প্রচারের চ্যানেলটির নাম এখনও ঠিক করা হয়নি। তবে, চলতি বছরের বসন্তেই চ্যানেলটি চালুর প্রত্যাশা করা হচ্ছে। সোমবার এটির ঘোষণা দেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
আগের কয়েক প্রান্তিক ধরে এক জায়গায় থেমে রয়েছে টুইটারের গ্রাহক বৃদ্ধির সংখ্যা। আর প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনদাতাদের আশ্বস্ত করতে চাচ্ছে যে, তারা ব্যবহারকারীর স্থান পোক্ত করবে।
ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর প্রয়াশ থেকেই ইতোমধ্যে টুইটারে লাইভ ভিডিও-সহ আরও কিছু নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি।
আগের বছর অক্টোবরে প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসি বলেন, “প্রতিষ্ঠানের লক্ষ্যগুলোর মধ্যে একটি হল, এটিকে মানুষের জন্য খবরের নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠা করা।”
২০১৬ সালে মোবাইল ডিভাইসে সংবাদ এবং খেলাধুলা প্রচারের জন্য কিছু উদ্যোগও নিয়েছে টুইটার। প্রতিষ্ঠানের এমন উদ্যোগে বিশ্লেষকরা ধারণা করছেন, এতে মিডিয়া প্রতিষ্ঠানগুলো টুইটারে অংশ কিনতে আগ্রহী হবে।