ডিজেআই-এর নো-ফ্লাই জোনে ইরাক ও সিরিয়া

ড্রোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ডিজেআই-এর নো-ফ্লাই জোনে যোগ করা হয়েছে ইরাক ও সিরিয়ার বেশ কিছু অংশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 08:59 AM
Updated : 27 April 2017, 08:59 AM

সাধারণত সামরিক এলাকা বা এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে ড্রোন ওড়াতে গ্রাহকদের নিষেধাজ্ঞা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এবার নতুন আপডেটে সিরিয়া এবং ইরাকের উত্তর দিকের বেশির ভাগ এলাকা নো-ফ্লাই জোনে অন্তর্ভূক্ত করেছে ডিজেআই, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে।

ডিজেআইয়ের গো অ্যাপে আপডেটটি দেওয়া হয়েছে বলে প্রথম প্রতিবেদন প্রকাশ করে রেজিস্টার।

সাম্প্রতিক সময়ে ইরাকে বাণিজ্যিক ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছে  সন্ত্রাসী দল। আর বিশ্বের শীর্ষস্থানীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে এতে অনেকবার নাম এসেছে ডিজেআইয়ের।

আগের বছর অক্টোবরেই নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, “ডিজেআই ফ্যান্টম-এর মতো অ্যামাজনে বাণিজ্যিকভাবে পাওয়া এমন ড্রোন ব্যবহার করছে ইসলামিক স্টেট।”

এদিকে ডিজেআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ফ্যান্টম ড্রোনের জন্য বিস্ফোরকের ওজন বহন করা কষ্টকর। আর আইএসএস-কে বাধা দিতে সিরিয়া এবং ইরাকের সব জায়গায় ফ্যান্টম-এর উড্ডয়ন বন্ধ করলে তা মানবিক মিশনের জন্য ক্ষতিকর হবে।