স্যামসাং গ্যালাক্সি ৮ চলতি বছর মার্চ মাসে উন্মোচন করা হলেও, তা শেষ পর্যন্ত এপ্রিল মাসে ক্রেতাদের হাতে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে নতুন প্রকাশিত এক প্রতিবেদনে। স্যামসাং এরই মধ্যে নিশ্চিত করে জানিয়েছে যে, তাদের পরবর্তী এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট সামনের মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ আসছে না। ‘নির্ভরযোগ্য সূত্র’ থেকে পাওয়া তথ্যানুসারে, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায় ২১ এপ্রিল বা তার ‘কিছু আগে-পরে’ বাজারে আসতে পারে এই ফোন।
Published : 27 Jan 2017, 04:39 PM
প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন এস৮ ফোনের সঙ্গে ডক, মনিটর আর কিবোর্ড যুক্ত করে অ্যান্ড্রয়েড চালিত ডেস্কটপে রূপান্তর করা যাবে। আর এজন্য এই ফোনে ডেস্কটপ এক্সটেনসন (ডিএক্স) নামের নতুন এক ফিচার যোগ করা হয়েছে। মাইক্রোসফট-এর কন্টিমাম-এর মতই এটি কাজ করবে। বিক্রয়মূল্য সামান্য বাড়িয়ে নতুন এস৮ ফোনে ডিএক্স ফিচার যোগ করা প্রতিষ্ঠানটির জন্য লাভজনক হবে বলে ধারণা করা যাচ্ছে।
গ্যালাক্সি এস৮ ৫-৬ ইঞ্চির দুইটি ভিন্ন আকারে পাওয়া যাবে। তা ছাড়াও আগের চেয়ে বড় পর্দা থাকছে এতে, যাকে ‘ইনফিনিটি’ ডিসপ্লে বলে উল্লেখ করা হচ্ছে। সামনের পুরোটা জুড়ে রাখা হয়েছে ডিসপ্লে, এমনকি হোম বাটন বা স্যামসাং-এর লোগোর জন্যও কোন জায়গা রাখা হয়নি এখানে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সরিয়ে নেওয়া হয়েছে ফোনের পেছনে। দুটি মডেলেই ডুয়াল-এজ আর বাঁকানো ডিসপ্লে থাকছে আগের গ্যালাক্সি এস৭ এজ- এর মতোই। পাশাপাশি এই ফোনের পাশে চিরাচরিত ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও রাখা হয়েছে বলে জানায় ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
এ ছাড়াও নোট ৭- এ ব্যবহৃত আইরিশ-স্ক্যানিং বায়োমেট্রিক প্রযুক্তি রাখা হয়েছে এস৮ এ। আর তাই গ্রাহকরা এটি ব্যবহার করে চোখের মাধ্যমে ফোন আনলকও করতে পারবেন।